কম্বোডিয়ার চুরি যাওয়া রাজমুকুটের গহনার ভাণ্ডার মিলল লন্ডনে
কম্বোডিয়া থেকে চুরি যাওয়া রাজমুকুটে ব্যবহৃত গহনার বড় ভাণ্ডার মিলেছে লন্ডনে। এসব গহনার কতগুলো এমনকি সপ্তম শতাব্দীর পুরনো। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ গহনা তাঁরা আগে কখনও দেখেননি। এমন জিনিস যে ছিল, তাতে তাঁরা বিস্মিত। ব্রিটিশ পুরাকীর্তি পাচারকারী ডগলাস ল্যাচফোর্ডের দখলে থাকা চুরি হওয়া গহনাগুলো গত গ্রীষ