শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। আগামী কয়েক দিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে বলে জানিয়েছে ভ্যাটিকান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী পোপ সম্প্রতি শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে পরীক্ষায় জানা গেছে, তাঁর শরীরে করোনা সংক্রমণ নেই। পোপকে আগামী কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।
পোপের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি বলেছেন, নিরাপত্তাসহ তাঁর ঘনিষ্ঠ কর্মীরা জেমেলি হাসপাতালে রাত্রিযাপন করবেন বলে ধারণা করা হচ্ছে।
বছরের এই সময়ে সবচেয়ে ব্যস্ততার সঙ্গে কাটান পোপ। কারণ ইস্টার ছুটির আগে এই সময়ে তাঁর অনেক পূর্বনির্ধারিত কর্মসূচি থাকে। এ সপ্তাহেই ‘পাম সানডে’ উদ্যাপনের কথা রয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহে ‘হলি উইক’ ও ‘ইস্টার’ উদ্যাপনের কথা রয়েছে পোপ ফ্রান্সিসের। আগামী মাসের শেষের দিকে হাঙ্গেরি সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
এদিকে পোপের অসুস্থতার খবর শুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর সুস্থতার জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পোপের নিজ শহর আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের মানুষ তাঁর প্রতি সহানুভূতি জানিয়েছেন। ড্যানিয়েল সাকো নামের এক ব্যক্তি বলেছেন, পোপকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে তিনি তাঁর দায়িত্ব চালিয়ে যেতে পারবেন কি না।
ভিক্টোরিয়া ভেরা নামের এক ব্যক্তি বলেছেন, ‘পোপ খুব খোলা মনের মানুষ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’
পোপ ফ্রান্সিস সম্প্রতি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তাঁকে হুইলচেয়ারে চলাফেরা করতে দেখা গেছে। ২০২১ সালে কোলন সমস্যার কারণে তিনি অস্ত্রোপচারও করেছিলেন।
শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। আগামী কয়েক দিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে বলে জানিয়েছে ভ্যাটিকান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী পোপ সম্প্রতি শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে পরীক্ষায় জানা গেছে, তাঁর শরীরে করোনা সংক্রমণ নেই। পোপকে আগামী কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।
পোপের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি বলেছেন, নিরাপত্তাসহ তাঁর ঘনিষ্ঠ কর্মীরা জেমেলি হাসপাতালে রাত্রিযাপন করবেন বলে ধারণা করা হচ্ছে।
বছরের এই সময়ে সবচেয়ে ব্যস্ততার সঙ্গে কাটান পোপ। কারণ ইস্টার ছুটির আগে এই সময়ে তাঁর অনেক পূর্বনির্ধারিত কর্মসূচি থাকে। এ সপ্তাহেই ‘পাম সানডে’ উদ্যাপনের কথা রয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহে ‘হলি উইক’ ও ‘ইস্টার’ উদ্যাপনের কথা রয়েছে পোপ ফ্রান্সিসের। আগামী মাসের শেষের দিকে হাঙ্গেরি সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
এদিকে পোপের অসুস্থতার খবর শুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর সুস্থতার জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পোপের নিজ শহর আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের মানুষ তাঁর প্রতি সহানুভূতি জানিয়েছেন। ড্যানিয়েল সাকো নামের এক ব্যক্তি বলেছেন, পোপকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে তিনি তাঁর দায়িত্ব চালিয়ে যেতে পারবেন কি না।
ভিক্টোরিয়া ভেরা নামের এক ব্যক্তি বলেছেন, ‘পোপ খুব খোলা মনের মানুষ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’
পোপ ফ্রান্সিস সম্প্রতি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তাঁকে হুইলচেয়ারে চলাফেরা করতে দেখা গেছে। ২০২১ সালে কোলন সমস্যার কারণে তিনি অস্ত্রোপচারও করেছিলেন।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৬ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৮ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৯ ঘণ্টা আগে