Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ব্যাংক ডাকাতির অভিযোগে ৭৮ বছরের নারী আটক

যুক্তরাষ্ট্রে ব্যাংক ডাকাতির অভিযোগে ৭৮ বছরের নারী আটক

যুক্তরাষ্ট্রের মিজৌরি প্রদেশে ৭৮ বছর বয়স্ক এক নারীকে ব্যাংক ডাকাতির অভিযোগে আটক করা হয়েছে। মিজৌরি প্রদেশের পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বনি গুচ নামের ওই বৃদ্ধা নারী গোপার্ট ফাইন্যান্সিয়াল ব্যাংকে ঢুকে কয়েক হাজার ডলারের দাবি সংবলিত একটি চিরকুট ব্যাংক কর্মকর্তার হাতে ধরিয়ে দেন। ডলার নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় তিনি আবার ওই ব্যাংক কর্মকর্তাকে বলেন, ‘আপনাকে ধন্যবাদ, আমি একটুও ভয় দেখাতে চাইনি।’ গুচ বর্তমানে ২৫ হাজার ডলার মুচলেকা দেওয়ার শর্তে জেলে আছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম কানসাস সিটি স্টার জানিয়েছে, গত ৫ এপ্রিল এন-৯৫ এর কালো মাস্ক, রোদ চশমা ও প্লাস্টিকের হাতমোজা পরে গুচ ব্যাংকে ঢুকে পড়েন। ব্যাংকে ঢুকে তিনি এক কর্মকর্তার হাতে একটি চিরকুট ধরিয়ে দেন। ওই চিরকুটে লেখা ছিল, ‘আমার এক্ষুনি ১৩ হাজার ডলার প্রয়োজন।’

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা জানান, ওই ব্যাংকের আশপাশের সিসিটিভি ফুটেজে গুচকে ব্যাংকের কাউন্টারে হাতের বারবার থাবা দিতে ও এবং দ্রুত ডলার দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাকে চাপ দিতে দেখা গেছে।

ডাকাতির দিন বেলা ৩টা ২০ মিনিটের দিকে হিল মিজৌরি প্রদেশের পুলিশ ডিপার্টমেন্ট ‘ডাকাতি চলছে’ এমন খবর পায়। পরে তাঁরা অভিযান চালিয়ে গুচকে একটি কার গাড়ির মধ্য মদ্যপ অবস্থায় পায়। গাড়ির মেঝেতে ডলার ছিটানো অবস্থায় ছিল। তাঁর বিরুদ্ধে ব্যাংক ডাকাতির মামলা হয়েছে।

হিল মিজৌরি প্রদেশের পুলিশ ডিপার্টমেন্টের প্রধান টমি রাইট সংবাদমাধ্যম কানসাস সিটি স্টারকে বলেন, ‘আমরা অভিযান চালিয়ে গুচকে খুঁজে পাওয়ার পর কিছুটি বিভ্রান্ত ছিলাম। আমরা নিশ্চিত হতে পারছিলাম না এই বৃদ্ধ মহিলা একজন ব্যাংক ডাকাত হতে পারে।’

তবে গুচের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ এটিই প্রথম নয়। তাঁর বিরুদ্ধে আরও দুটি অভিযোগ রয়েছে। একটি ১৯৭৭ সালের অপরটি ২০২০ সালের আরেকটি ব্যাংক ডাকাতি। সেবারেও তিনি ব্যাংক কর্মকর্তার হাতে জন্মদিনের একটি কার্ড ধরিয়ে দিয়েছিলেন। যেখানে লেখা ছিল, ‘এটি একটি ব্যাংক ডাকাতি’। ২০২০ সালের এই মামলা নিষ্পত্তি হয় ২০২১ সালে।

টমি রাইট আরও বলেন, ‘গুচের কোনো বড়সড় রোগ নেই। তবে তিনি বয়স্ক হওয়ার কারণে আমরা তাঁর স্বাস্থ্যগত বিষয়গুলো খতিয়ে দেখছি। যা তাঁকে এমন কাজ করতে তাড়িত করে থাকতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত