যুক্তরাষ্ট্রের মিজৌরি প্রদেশে ৭৮ বছর বয়স্ক এক নারীকে ব্যাংক ডাকাতির অভিযোগে আটক করা হয়েছে। মিজৌরি প্রদেশের পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বনি গুচ নামের ওই বৃদ্ধা নারী গোপার্ট ফাইন্যান্সিয়াল ব্যাংকে ঢুকে কয়েক হাজার ডলারের দাবি সংবলিত একটি চিরকুট ব্যাংক কর্মকর্তার হাতে ধরিয়ে দেন। ডলার নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় তিনি আবার ওই ব্যাংক কর্মকর্তাকে বলেন, ‘আপনাকে ধন্যবাদ, আমি একটুও ভয় দেখাতে চাইনি।’ গুচ বর্তমানে ২৫ হাজার ডলার মুচলেকা দেওয়ার শর্তে জেলে আছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম কানসাস সিটি স্টার জানিয়েছে, গত ৫ এপ্রিল এন-৯৫ এর কালো মাস্ক, রোদ চশমা ও প্লাস্টিকের হাতমোজা পরে গুচ ব্যাংকে ঢুকে পড়েন। ব্যাংকে ঢুকে তিনি এক কর্মকর্তার হাতে একটি চিরকুট ধরিয়ে দেন। ওই চিরকুটে লেখা ছিল, ‘আমার এক্ষুনি ১৩ হাজার ডলার প্রয়োজন।’
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা জানান, ওই ব্যাংকের আশপাশের সিসিটিভি ফুটেজে গুচকে ব্যাংকের কাউন্টারে হাতের বারবার থাবা দিতে ও এবং দ্রুত ডলার দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাকে চাপ দিতে দেখা গেছে।
ডাকাতির দিন বেলা ৩টা ২০ মিনিটের দিকে হিল মিজৌরি প্রদেশের পুলিশ ডিপার্টমেন্ট ‘ডাকাতি চলছে’ এমন খবর পায়। পরে তাঁরা অভিযান চালিয়ে গুচকে একটি কার গাড়ির মধ্য মদ্যপ অবস্থায় পায়। গাড়ির মেঝেতে ডলার ছিটানো অবস্থায় ছিল। তাঁর বিরুদ্ধে ব্যাংক ডাকাতির মামলা হয়েছে।
হিল মিজৌরি প্রদেশের পুলিশ ডিপার্টমেন্টের প্রধান টমি রাইট সংবাদমাধ্যম কানসাস সিটি স্টারকে বলেন, ‘আমরা অভিযান চালিয়ে গুচকে খুঁজে পাওয়ার পর কিছুটি বিভ্রান্ত ছিলাম। আমরা নিশ্চিত হতে পারছিলাম না এই বৃদ্ধ মহিলা একজন ব্যাংক ডাকাত হতে পারে।’
তবে গুচের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ এটিই প্রথম নয়। তাঁর বিরুদ্ধে আরও দুটি অভিযোগ রয়েছে। একটি ১৯৭৭ সালের অপরটি ২০২০ সালের আরেকটি ব্যাংক ডাকাতি। সেবারেও তিনি ব্যাংক কর্মকর্তার হাতে জন্মদিনের একটি কার্ড ধরিয়ে দিয়েছিলেন। যেখানে লেখা ছিল, ‘এটি একটি ব্যাংক ডাকাতি’। ২০২০ সালের এই মামলা নিষ্পত্তি হয় ২০২১ সালে।
টমি রাইট আরও বলেন, ‘গুচের কোনো বড়সড় রোগ নেই। তবে তিনি বয়স্ক হওয়ার কারণে আমরা তাঁর স্বাস্থ্যগত বিষয়গুলো খতিয়ে দেখছি। যা তাঁকে এমন কাজ করতে তাড়িত করে থাকতে পারে।’
যুক্তরাষ্ট্রের মিজৌরি প্রদেশে ৭৮ বছর বয়স্ক এক নারীকে ব্যাংক ডাকাতির অভিযোগে আটক করা হয়েছে। মিজৌরি প্রদেশের পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বনি গুচ নামের ওই বৃদ্ধা নারী গোপার্ট ফাইন্যান্সিয়াল ব্যাংকে ঢুকে কয়েক হাজার ডলারের দাবি সংবলিত একটি চিরকুট ব্যাংক কর্মকর্তার হাতে ধরিয়ে দেন। ডলার নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় তিনি আবার ওই ব্যাংক কর্মকর্তাকে বলেন, ‘আপনাকে ধন্যবাদ, আমি একটুও ভয় দেখাতে চাইনি।’ গুচ বর্তমানে ২৫ হাজার ডলার মুচলেকা দেওয়ার শর্তে জেলে আছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম কানসাস সিটি স্টার জানিয়েছে, গত ৫ এপ্রিল এন-৯৫ এর কালো মাস্ক, রোদ চশমা ও প্লাস্টিকের হাতমোজা পরে গুচ ব্যাংকে ঢুকে পড়েন। ব্যাংকে ঢুকে তিনি এক কর্মকর্তার হাতে একটি চিরকুট ধরিয়ে দেন। ওই চিরকুটে লেখা ছিল, ‘আমার এক্ষুনি ১৩ হাজার ডলার প্রয়োজন।’
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা জানান, ওই ব্যাংকের আশপাশের সিসিটিভি ফুটেজে গুচকে ব্যাংকের কাউন্টারে হাতের বারবার থাবা দিতে ও এবং দ্রুত ডলার দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাকে চাপ দিতে দেখা গেছে।
ডাকাতির দিন বেলা ৩টা ২০ মিনিটের দিকে হিল মিজৌরি প্রদেশের পুলিশ ডিপার্টমেন্ট ‘ডাকাতি চলছে’ এমন খবর পায়। পরে তাঁরা অভিযান চালিয়ে গুচকে একটি কার গাড়ির মধ্য মদ্যপ অবস্থায় পায়। গাড়ির মেঝেতে ডলার ছিটানো অবস্থায় ছিল। তাঁর বিরুদ্ধে ব্যাংক ডাকাতির মামলা হয়েছে।
হিল মিজৌরি প্রদেশের পুলিশ ডিপার্টমেন্টের প্রধান টমি রাইট সংবাদমাধ্যম কানসাস সিটি স্টারকে বলেন, ‘আমরা অভিযান চালিয়ে গুচকে খুঁজে পাওয়ার পর কিছুটি বিভ্রান্ত ছিলাম। আমরা নিশ্চিত হতে পারছিলাম না এই বৃদ্ধ মহিলা একজন ব্যাংক ডাকাত হতে পারে।’
তবে গুচের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ এটিই প্রথম নয়। তাঁর বিরুদ্ধে আরও দুটি অভিযোগ রয়েছে। একটি ১৯৭৭ সালের অপরটি ২০২০ সালের আরেকটি ব্যাংক ডাকাতি। সেবারেও তিনি ব্যাংক কর্মকর্তার হাতে জন্মদিনের একটি কার্ড ধরিয়ে দিয়েছিলেন। যেখানে লেখা ছিল, ‘এটি একটি ব্যাংক ডাকাতি’। ২০২০ সালের এই মামলা নিষ্পত্তি হয় ২০২১ সালে।
টমি রাইট আরও বলেন, ‘গুচের কোনো বড়সড় রোগ নেই। তবে তিনি বয়স্ক হওয়ার কারণে আমরা তাঁর স্বাস্থ্যগত বিষয়গুলো খতিয়ে দেখছি। যা তাঁকে এমন কাজ করতে তাড়িত করে থাকতে পারে।’
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
২০ ঘণ্টা আগে