সাহসী হতে চান সামান্থা
বিবাহবিচ্ছেদের পর যেন আরও সাহসী হয়ে উঠেছেন সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে যতটা খোলামেলা হয়ে নেচেছেন, তাতে কাঁপন ধরেছে অগুনতি দর্শকের হৃদয়ে। শুধু তা-ই নয়, এখন সোশ্যাল মিডিয়ায়ও তাঁকে সাহসী অবয়বে দেখা যায়। সিনেমার প্রয়োজনে...