Ajker Patrika

সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন, ডিএনএ পরীক্ষা করতে আদালতে নওয়াজের স্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪৫
সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন, ডিএনএ পরীক্ষা করতে আদালতে নওয়াজের স্ত্রী

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ বড় আকার ধারণ করেছে। কয়েক দিন আগেই নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন আলিয়া। নওয়াজের পরিবারের বিরুদ্ধে আলিয়াকে না খাইয়ে রাখা ও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন নওয়াজের স্ত্রী আলিয়া। তাঁর দাবি, ছোট ছেলেকে নিজের সন্তান বলে মানতে নারাজ নওয়াজুদ্দিন। এমনকি নওয়াজের মা-ও দ্বিতীয় সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তাই বাধ্য হয়েই আদালতে যেতে হয়েছে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা যায়।

২০০৪ সালে নওয়াজের সঙ্গে প্রথম পরিচয় হয় আলিয়ার। মুম্বাইয়ে বছর ছয়েক একসঙ্গে থাকার পর ২০১০ সালে বিয়ে করেন তাঁরা। ২০১১ সালে প্রথম সন্তানের মা হন আলিয়া। নওয়াজের দাবি অনুযায়ী প্রথম সন্তান জন্মের পরই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে আলিয়ার দাবি, পরবর্তী সময়ে আবারও একসঙ্গে থাকা শুরু করেন দুজনে। এরপর আলিয়া দ্বিতীয় সন্তানের জন্ম দেন। আলিয়ার দাবি, ছোট ছেলেকে নিজের হিসেবে মানতে নারাজ নওয়াজুদ্দিন।

আলিয়া জানান, তাঁকে সব সময় শারীরিক নির্যাতন করতেন নওয়াজ। এমনকি স্ত্রী হিসেবে কোনো দিনই তাঁকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। আলিয়ার দাবি, ২০১৭ সাল থেকে তাঁরা দুজনে আলাদা থাকতে শুরু করেন। ২০২০ সালে নওয়াজুদ্দিনের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন আলিয়া। তবে ২০২১ সালে মামলাটি প্রত্যাহার করে নেন। ২০২২ সালের শেষের দিক থেকে আবারও বিচ্ছেদের খবর বের হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত