ক্রীড়া ডেস্ক
জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে ফের ঘুরে দাঁড়াতে চান শাকিরা। প্রাক্তনের জন্য শুভকামনা থাকলেও তাঁর সম্পর্কে কোনো কিছু শুনতে নারাজ কলম্বিয়ান পপসম্রাজ্ঞী। এমনকি নিজের মাকেও মানা করে দিয়েছেন, গণমাধ্যমের সামনে পিকের সঙ্গে তাঁর বিচ্ছেদের ব্যাপারে কোনো কিছু না বলতে।
ইউরোপা প্রেসের সঙ্গে কথা বলার সময় শাকিরার মা নিদিয়া রিপল বেশ অনুরাগ প্রকাশ করেন পিকের প্রতি। মেয়ের সঙ্গী হিসেবে বার্সেলোনা ডিফেন্ডারকে এখনো পছন্দ তাঁর। এমনকি শাকিরা-পিকে ফের একই ছাদের তলে বসবাস শুরু করুক এমনটাই চান রিপল, ‘অবশ্যই, আমি চাই তারা একসঙ্গে থাকা শুরু করুক।’
তবে মেয়ের মিয়ামিতে চলে যাওয়ার গুঞ্জনের বিষয়ে কিছু জানেন না তিনি, ‘আমার কোনো ধারণা নেই, আমাদের এ ব্যাপারে কোনো কথা হয়নি।’
কিন্তু আগ বাড়িয়ে মায়ের এসব বলা পছন্দ হয়নি শাকিরার। ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত তারকা মাকে সাফ মানা করে দিয়েছেন মিডিয়ার সামনে কোনো কিছু না বলতে।
আর এদিকে গুঞ্জন, শাকিরা-পিকের মধ্যে এখন নিজেদের আর্থিক বিষয়াদি নিয়ে দ্বন্দ্ব চলছে। পপসম্রাজ্ঞীর বোনের সাবেক বয়ফ্রেন্ড রবার্তো গার্সিয়ার কথা ধরে সেই গুঞ্জনের ডালপালা মেলতেও শুরু করেছে।
জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে ফের ঘুরে দাঁড়াতে চান শাকিরা। প্রাক্তনের জন্য শুভকামনা থাকলেও তাঁর সম্পর্কে কোনো কিছু শুনতে নারাজ কলম্বিয়ান পপসম্রাজ্ঞী। এমনকি নিজের মাকেও মানা করে দিয়েছেন, গণমাধ্যমের সামনে পিকের সঙ্গে তাঁর বিচ্ছেদের ব্যাপারে কোনো কিছু না বলতে।
ইউরোপা প্রেসের সঙ্গে কথা বলার সময় শাকিরার মা নিদিয়া রিপল বেশ অনুরাগ প্রকাশ করেন পিকের প্রতি। মেয়ের সঙ্গী হিসেবে বার্সেলোনা ডিফেন্ডারকে এখনো পছন্দ তাঁর। এমনকি শাকিরা-পিকে ফের একই ছাদের তলে বসবাস শুরু করুক এমনটাই চান রিপল, ‘অবশ্যই, আমি চাই তারা একসঙ্গে থাকা শুরু করুক।’
তবে মেয়ের মিয়ামিতে চলে যাওয়ার গুঞ্জনের বিষয়ে কিছু জানেন না তিনি, ‘আমার কোনো ধারণা নেই, আমাদের এ ব্যাপারে কোনো কথা হয়নি।’
কিন্তু আগ বাড়িয়ে মায়ের এসব বলা পছন্দ হয়নি শাকিরার। ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত তারকা মাকে সাফ মানা করে দিয়েছেন মিডিয়ার সামনে কোনো কিছু না বলতে।
আর এদিকে গুঞ্জন, শাকিরা-পিকের মধ্যে এখন নিজেদের আর্থিক বিষয়াদি নিয়ে দ্বন্দ্ব চলছে। পপসম্রাজ্ঞীর বোনের সাবেক বয়ফ্রেন্ড রবার্তো গার্সিয়ার কথা ধরে সেই গুঞ্জনের ডালপালা মেলতেও শুরু করেছে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে