ডলার-সংকটে রিজার্ভে টান, গতি কমেছে ব্যবসায়
২০২৩ সাল যখন শুরু হয়, তখন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৩৫ বিলিয়ন ডলার। কিন্তু ডলার-সংকটে কমতে কমতে নিট রিজার্ভ এখন ১৬ দশমিক ৯৯ বিলিয়নে ঠেকেছে। শুধু রিজার্ভ নয়, বছরজুড়ে পুরো অর্থনীতিই ধুঁকেছে ডলার-সংকটে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খুলতে গিয়ে।