পাটজাত পণ্যের রপ্তানি ঈর্ষণীয় পর্যায়ে আনতে চাই: নানক
পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যেতে সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘পাটশিল্প নিয়ে আমরা ভাবছি, সমস্যাগুলো জানার চেষ্টা করছি। এ শিল্পকে আগের অবস্থায় নিয়ে যাওয়া হবে। ফিরিয়ে দেওয়া হবে পাটের সোনালি অতীত।’