এলসি যথেষ্ট, নজর এখন আমদানিতে
প্রতিবছর রোজা এলেই তেল, চিনি, ডাল, ছোলা, খেজুরসহ কয়েকটি পণ্যের বাজার যেন চড়ে যায়। তাই রোজার আগে এসব পণ্যের চাহিদা ও আমদানির হিসাব-নিকাশ শুরু হয়ে যায়। এবারের হিসাব বলছে, চাহিদার বিপরীতে আমদানির ঋণপত্র (এলসি) খোলা হয়েছে যথেষ্ট। এখন ঠিকমতো আমদানি হলে রোজার সময় এসব পণ্যের সংকট হওয়ার কথা নয়।