Ajker Patrika

জানুয়ারিতে ঢাকায় আসছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
আজ মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। ছবি: আজকের পত্রিকা

তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের বোলাত আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছেন। এই সফর নিয়ে আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকটি বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা এবং তুরস্কের মন্ত্রীর আসন্ন সফরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের এবং এটি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন উভয় দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

রাষ্ট্রদূত রামিস সেন বলেন, তুরস্কের বাণিজ্যমন্ত্রীর এই সফর কেবল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সংহতি প্রকাশের দৃষ্টান্তই নয়, বরং দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা অন্বেষণের একটি বড় পদক্ষেপ। তিনি সফরের পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বাণিজ্য উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারও উপস্থিত ছিলেন। এ সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি নতুন বাণিজ্যিক সুযোগ উন্মোচনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত