সড়কের ওপর হাট, ভোগান্তি
যশোরের বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়ক ঘেঁষে, কখনো বা সড়কের ওপর বসে উপজেলা সদরের হাট। ফলে রাস্তার ওপর ভিড় জমে যানজটের সৃষ্টি হয়। আর এ যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ যাত্রীদের। থানার সামনে সপ্তাহে দুদিন বসে এই হাট, যা ‘থানার হাট’ নামে পরিচিত।