Ajker Patrika

সড়কের ওপর হাট, ভোগান্তি

বাঘারপাড়া প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ১৮
Thumbnail image

যশোরের বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়ক ঘেঁষে, কখনো বা সড়কের ওপর বসে উপজেলা সদরের হাট। ফলে রাস্তার ওপর ভিড় জমে যানজটের সৃষ্টি হয়। আর এ যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ যাত্রীদের। থানার সামনে সপ্তাহে দুদিন বসে এই হাট, যা ‘থানার হাট’ নামে পরিচিত।

গতকাল শুক্রবার সরেজমিনে গেছে, হাটের স্থান সংকুলান না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই কৃষকেরা ধান-সবজিসহ নানা পণ্য নিয়ে বসেছেন সড়কের ওপর। এতে যানজট সৃষ্টি হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছে এই পথে চলাচলকারীরা। ঠেলাঠেলি করে চলতে হয় পথচারীদের। যাত্রীবাহী বাসসহ আটকে থাকে কয়েকটি যানবাহন।

সড়কের ওপরে ধানের বস্তা রেখে বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন কৃষকেরা। অনেকক্ষণ ধরে যানজট লেগে থাকায় বাঘারপাড়া থানার কয়েকজন পুলিশ যানজট নিরসনে কাজ করেন।

এ সময় ট্রাকচালক মনির হোসেন বলেন, ‘৩০ মিনিট ধরে যানজটে আটকে আছি। প্রধান সড়কে এমন হাট বসায় খুবই সমস্যায় পড়তে হয়েছে।’

বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক কামাল হোসেন বলেন, ‘বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়কটি একটি ব্যস্ততম সড়ক। সব সময়ই এ সড়ক দিয়ে যাত্রীবাহী বাস ও ট্রাক চলাচল করে। সাপ্তাহিক হাটের এই দুই দিনে যানবাহন মুখোমুখি ঢুকে পড়লে যানজট তীব্র আকার ধারণ করে।’

বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু বলেন, ‘এ বছর ১৭ লাখ ১০ হাজার টাকায় হাটটি ইজারা দেওয়া হয়েছে। হাটটি স্থানান্তরের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে হাটের জায়গা নির্ধারণের জন্য ঘুরে দেখেছি। জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত