যশোর-৪ : এমপির সঙ্গে দূরত্বে বেড়েছে বিভক্তি
অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং সদরের বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন যশোর-৪। মাঠপর্যায়ে যে ভোটের আমেজ, তা এরই মধ্যে ব্যানার, ফেস্টুন, সমাবেশ, গণসংযোগে প্রকাশ পাচ্ছে। আর রাজনীতির মাঠ এরই মধ্যে গরম একই দলের একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাশার তৎপরতায়। এ চিত্র আওয়ামী লীগে যেমন আছে, গত নির্বাচনে কাগ