কুয়াশার চাদরে শীতের আমেজ
কুয়াশার চাদরে ঢাকা সকাল জানান দিচ্ছে শীত আসছে। কার্তিক মাসের শুরুর সময় এখন। শরৎ পেরিয়ে চলছে হেমন্ত। শিউলি, গন্ধরাজ, মল্লিকাসহ নানান ফুলের মন মাতানো সুবাসে মোহিত হয়ে উঠছে চারদিক। বাতাসে এসেছে শীতলতার ছোঁয়া। প্রকৃতির এই নানান আয়োজন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। যশোরের বাঘারপাড়ায় এমনই শীতের আবহ বিরা