দখল-দূষণে বাকেরগঞ্জের খড়স্রোতা শ্রীমন্ত নদী এখন মরা খাল
এক সময় এই শ্রীমন্ত নদীতে লঞ্চ, ট্রলার ও নৌকা চলতো। এ অঞ্চলে বাণিজ্যের জন্য অন্যতম নদীপথ ছিল এটি। শ্রীমন্ত নদী থেকে পশ্চিমাঞ্চলে মোল্লারহাট, পাথরঘাটা, বগুড়া, চান্দুখালী, মির্জাগঞ্জ, সুবিতখালী, বেতাগীসহ বিভিন্ন স্থানে চলাচল করা যেত। কিন্তু দখলের প্রতিযোগিতায় শ্রীমন্ত নদী মরা খালে পরিণত হয়েছে।