Ajker Patrika

খরচ বাড়ায় দুশ্চিন্তায় কৃষক

খান রফিক, বরিশাল
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ০৫
Thumbnail image

ডিজেলের দাম বৃদ্ধিতে বরিশালের বিভিন্ন উপজেলার কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। কেননা বোরো ধান, সবজি, ভুট্টা, গম, মুগ, সরিষা উৎপাদনে খরচ বেড়ে যাচ্ছে নানা খাতে। খেতে সেচ, পাওয়ার টিলারে চাষাবাদে খরচ বেড়েছে। বীজের দামও বৃদ্ধি পেয়েছে।

বরিশালের কৃষক এবং কৃষি কর্মকর্তাদের তথ্যমতে, ডিজেলের দাম বাড়ায় ফসলের আবাদ ও উৎপাদন খরচ বেড়ে গেছে। এর ফলে বোরোসহ বিভিন্ন ফসল উৎপাদনে অনীহা দেখা দিয়েছে প্রান্তিক চাষিদের মধ্যে। বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ শনিবার কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভর্তুকির প্রস্তাব রাখা হতে পারে।

বাকেরগঞ্জ উপজেলার চরমোদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আপন এগ্রোর তত্ত্বাবধায়ক আরিফুর রহমান জানান, ১২৫ শতাংশ জমিতে সবজি চাষ করেছেন। লাল শাক, ঢেঁরস, ফুলকপি, শালগম, টমেটোসহ পেঁপে বাগান আছে তাঁর। কিন্তু ডিজেলের দাম ব্যারেলপ্রতি ৩ হাজার টাকা বেড়েছে। আগে ছিল ১৩ হাজার টাকা, এখন ১৬ হাজার টাকা। লিটারে ১৫ টাকা বেড়ে হয়েছে ৮০ টাকা। তিনি আরও জানান, আগে পাওয়ার টিলারে জমি চাষ করতেন ৫০০ টাকায়, এখন ৭০০ টাকা দিতে হয়। লাল শাকের বীজ ২০০ টাকা কেজির বদলে কিনতে হয় ২৫০ টাকায়। ডিজেলের এমন বাড়তি দামে তাদের খরচ বেড়েছে অন্তত ২০ ভাগ।

কৃষক আরিফ কৃষি বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, পেঁপে গাছ সেচের অভাবে হলুদ হয়ে গেছে। কৃষি কর্মকর্তারা পরামর্শও দেন না।

বাকেরগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা রাসেল সিকদার বলেন, ডিজেলের দাম বাড়ায় সেচ, পাওয়ার টিলার, বীজের দাম সবটাই বেড়েছে। বাকেরগঞ্জে রবি মৌসুমে ২ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজি ও ২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করার লক্ষ্যমাত্রা রয়েছে। খরচ বাড়ায় এবার বীজতলা করার পর কৃষকদের আগ্রহের ওপর সবকিছু নির্ভর করবে। ১০-১৫ ভাগ খরচ বেড়েছে কৃষকের।

বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, ডিজেলের দাম বাড়ায় এবার বোরো ধান উৎপাদনে খরচ বেড়ে যাবে। গত বছর ১ একর জমিতে বোরো চাষ করেছি। এবার চাষের জমি কমাব। একই কথা জানালেন সায়েস্তাবাদের কৃষক আজিজুল মিয়া।

সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মেজবা উদ্দিন বলেন, ফসল চাষের সব সেক্টরেই ডিজেল দরকার। সবজি, বোরো ধান, ভুট্টা, গম, সরিষা ডিজেলের ওপর নির্ভরশীল। সেচ, চাষ ও পরিবহন খরচ বেড়ে যাচ্ছে ১০ থেকে ২০ ভাগ। সদর উপজেলা এবার বোরো চাষের লক্ষ্যমাত্রা ৬ হাজার হেক্টর জমিতে, সবজি সাড়ে ৩ হাজার হেক্টর, ভুট্টা ৬০ হেক্টর এবং গম ৮০ হেক্টর জমিতে। সদর উপজেলায় প্রায় ৬ হাজার কৃষক বোরো ও সবজি চাষ করেন। বোরোর বীজতলা সম্পন্ন হলে এই কৃষকদের আগ্রহ বোঝা যাবে।

টুঙ্গিবাড়িয়ার পতাং এলাকার সবজি চাষি শহিদুল ইসলাম জানান, তিনি লাল শাক, ফুলকপি করেছেন। কিন্তু সেচ দিতে গিয়ে দেখেন ডিজেলের দাম বেশি পড়ছে। চন্দ্রমোহনের গম চাষি আব্দুল রহমানও একই কথা জানালেন।

মেহেন্দীগঞ্জ উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাওসার হোসেন জানান, ডিজেলের দাম বাড়ায় কৃষি খাতে কিছুটা প্রভাব পড়ছে। তার উপজেলায় ৫ হাজার হেক্টর জমিতে বোরো এবং ১ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজি আবাদের টার্গেট রয়েছে। একই মতামত দিয়েছেন হিজলা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফখরুল হাসান।

এ ব্যাপারে বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষকের খরচ বেড়ে গেলে আমাদের কিছু করার নাই। আজ শনিবার কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। ওই বৈঠকে মন্ত্রীকে ভর্তুকি দিতে মতামত দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত