মায়ের কণ্ঠে মেয়ের গান
প্র্যাকটিস সেশন থেকে ফেসবুক লাইভে এসে রোদেলার গাওয়া ‘রাজকুমার’ গেয়ে শোনান ন্যান্সি। তিনি বলেন, ‘মেয়ের গান এভাবে আগে কণ্ঠে তুলিনি। এবারের গানটি বেশ অন্য রকম, মজার। রাজকুমার গানটি অনেকের প্রিয় হয়ে উঠেছে। আমিও বিভিন্ন অনুষ্ঠানে গানটি গাইব বলে ঠিক করেছি।’