Ajker Patrika

স্থগিত হলো রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
রিবিল্ডিং দ্য নেশন কনসার্টের পোস্টার। ছবি: সংগৃহীত
রিবিল্ডিং দ্য নেশন কনসার্টের পোস্টার। ছবি: সংগৃহীত

নিরাপত্তার কারণে স্থগিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’। আগামীকাল শনিবার রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ওপেন এয়ার কনসার্টটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কনসার্টের স্থগিত হওয়ার খবর জানিয়ে আজ শুক্রবার সকালে রিবিল্ডিং দ্য নেশন কনসার্টের ফেসবুক থেকে লেখা হয়, ‘দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত রিবিল্ডিং দ্য নেশন কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে। সকল অংশগ্রহণকারী, দর্শক এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। রিবিল্ডিং দ্য নেশন কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করার কথা ছিল নগর বাউল জেমসের। এ ছাড়া কনসার্টে গান গাওয়ার কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত