বিনোদন প্রতিবেদক, ঢাকা
১৯৮৫ সালে যাত্রা শুরু করে ব্যান্ড রেনেসাঁ। এ বছর দলটি উদ্যাপন করবে পথচলার ৪০ বছর। এ উপলক্ষে নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছে রেনেসাঁ। প্রথম গান মুক্তি পাচ্ছে রোজার ঈদ উপলক্ষে। ‘দিনের শেষে সবাই একা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে। এই গানের মধ্য দিয়ে দুই বছর পর প্রকাশ পাচ্ছে রেনেসাঁর নতুন গান।
শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দিনের শেষে সবাই একা গানটি সুর করেছেন পিলু খান। নতুন গান প্রসঙ্গে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে জীবনের কথা বলেছি, মানুষের কথা বলেছি। আসলে দিনের শেষে মানুষ একা।’
পিলু খান বলেন, ‘প্রায় দুই বছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। এক সময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। চেষ্টা করেছি সময়ের সঙ্গে পথ চলতে।’
রেনেসাঁ ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে দিনের শেষে সবাই একা গানের লিরিক ভিডিও। এছাড়া শোনা যাবে স্বাধীন, আইটিউনস, স্পটিফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে।
১৯৮৫ সালে যাত্রা শুরু করে ব্যান্ড রেনেসাঁ। এ বছর দলটি উদ্যাপন করবে পথচলার ৪০ বছর। এ উপলক্ষে নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছে রেনেসাঁ। প্রথম গান মুক্তি পাচ্ছে রোজার ঈদ উপলক্ষে। ‘দিনের শেষে সবাই একা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে। এই গানের মধ্য দিয়ে দুই বছর পর প্রকাশ পাচ্ছে রেনেসাঁর নতুন গান।
শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দিনের শেষে সবাই একা গানটি সুর করেছেন পিলু খান। নতুন গান প্রসঙ্গে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে জীবনের কথা বলেছি, মানুষের কথা বলেছি। আসলে দিনের শেষে মানুষ একা।’
পিলু খান বলেন, ‘প্রায় দুই বছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। এক সময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। চেষ্টা করেছি সময়ের সঙ্গে পথ চলতে।’
রেনেসাঁ ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে দিনের শেষে সবাই একা গানের লিরিক ভিডিও। এছাড়া শোনা যাবে স্বাধীন, আইটিউনস, স্পটিফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৬ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৬ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৬ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে