বিনোদন প্রতিবেদক, ঢাকা
১৯৮৫ সালে যাত্রা শুরু করে ব্যান্ড রেনেসাঁ। এ বছর দলটি উদ্যাপন করবে পথচলার ৪০ বছর। এ উপলক্ষে নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছে রেনেসাঁ। প্রথম গান মুক্তি পাচ্ছে রোজার ঈদ উপলক্ষে। ‘দিনের শেষে সবাই একা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে। এই গানের মধ্য দিয়ে দুই বছর পর প্রকাশ পাচ্ছে রেনেসাঁর নতুন গান।
শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দিনের শেষে সবাই একা গানটি সুর করেছেন পিলু খান। নতুন গান প্রসঙ্গে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে জীবনের কথা বলেছি, মানুষের কথা বলেছি। আসলে দিনের শেষে মানুষ একা।’
পিলু খান বলেন, ‘প্রায় দুই বছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। এক সময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। চেষ্টা করেছি সময়ের সঙ্গে পথ চলতে।’
রেনেসাঁ ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে দিনের শেষে সবাই একা গানের লিরিক ভিডিও। এছাড়া শোনা যাবে স্বাধীন, আইটিউনস, স্পটিফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে।
১৯৮৫ সালে যাত্রা শুরু করে ব্যান্ড রেনেসাঁ। এ বছর দলটি উদ্যাপন করবে পথচলার ৪০ বছর। এ উপলক্ষে নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছে রেনেসাঁ। প্রথম গান মুক্তি পাচ্ছে রোজার ঈদ উপলক্ষে। ‘দিনের শেষে সবাই একা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে। এই গানের মধ্য দিয়ে দুই বছর পর প্রকাশ পাচ্ছে রেনেসাঁর নতুন গান।
শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দিনের শেষে সবাই একা গানটি সুর করেছেন পিলু খান। নতুন গান প্রসঙ্গে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে জীবনের কথা বলেছি, মানুষের কথা বলেছি। আসলে দিনের শেষে মানুষ একা।’
পিলু খান বলেন, ‘প্রায় দুই বছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। এক সময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। চেষ্টা করেছি সময়ের সঙ্গে পথ চলতে।’
রেনেসাঁ ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে দিনের শেষে সবাই একা গানের লিরিক ভিডিও। এছাড়া শোনা যাবে স্বাধীন, আইটিউনস, স্পটিফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে।
আজ বৃহস্পতিবার পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মাহতিম সাকিবের নতুন গান ‘সুইসাইড নোট’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।
১৪ ঘণ্টা আগেভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ উঠেছে। অনেক জায়গায় বাংলাভাষীদের আটক করার কথাও শোনা যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা।
১৪ ঘণ্টা আগেঅন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
২১ ঘণ্টা আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
১ দিন আগে