রপ্তানির ডলার ফেরাতে সুবিধা আরও বাড়ল
দেশে ডলারের প্রবাহ বাড়াতে রপ্তানিকারকদের আরও সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রপ্তানি আয় যখনই দেশে আনবে, ওই দিনের দর পাবেন তাঁরা। এতে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ বাড়ল রপ্তানি খাতের উদ্যোক্তাদের। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত আগের সার্কুলারের রেফারেন্সে নতুন এ নির্দেশনা জারি করেছে।