নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন প্রতিপক্ষ। এ সময় আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালিয়ে গাড়িটির পেছনে ধাওয়া করে করেন মো. রাজু নামের ওই ভুক্তভোগী। কিন্তু এ ঘটনায় কে দোষী আর কে অভিযুক্ত—সে বিষয়ে আগেই মুখ খুলতে নারাজ পুলিশ।
তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের চেষ্টায় অংশ নেওয়া গাড়িসহ চারজনকে আটক করেছে মতিঝিল থানা-পুলিশ।
আজ রোববার দুপুরে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা ছিল।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িতে থাকা অপহরণের চেষ্টাকারী সবাইকে (চারজন) আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে।’
পুলিশ সূত্র জানায়, দুপুরে মতিঝিল গোল চত্বরের দক্ষিণ পাশে ফার্নিচার গলিতে একটি দোকানের সামনে এসে থামে একটি সাদা গাড়ি। গাড়ি থেকে কয়েকজন নেমে সেখানে দাঁড়িয়ে থাকা রাজুকে মারধর করে। পরে জোর গাড়িতে তোলার চেষ্টা করলে রাজু নিজের কাছে থাকে অস্ত্র উঁচু করে ফাঁকা গুলি ছোড়ে। তখন তাঁকে ছেড়ে দিয়ে তাড়াহুড়া করে গাড়িতে উঠে চলে যান অপহরণকারীরা। সে সময় গাড়ির পেছনে পেছনে অস্ত্র উঁচু করে দৌড়াতে থাকেন রাজু।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে একপক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটির লাইসেন্স করা। তাঁদের সবাইকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।’
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন প্রতিপক্ষ। এ সময় আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালিয়ে গাড়িটির পেছনে ধাওয়া করে করেন মো. রাজু নামের ওই ভুক্তভোগী। কিন্তু এ ঘটনায় কে দোষী আর কে অভিযুক্ত—সে বিষয়ে আগেই মুখ খুলতে নারাজ পুলিশ।
তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের চেষ্টায় অংশ নেওয়া গাড়িসহ চারজনকে আটক করেছে মতিঝিল থানা-পুলিশ।
আজ রোববার দুপুরে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা ছিল।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িতে থাকা অপহরণের চেষ্টাকারী সবাইকে (চারজন) আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে।’
পুলিশ সূত্র জানায়, দুপুরে মতিঝিল গোল চত্বরের দক্ষিণ পাশে ফার্নিচার গলিতে একটি দোকানের সামনে এসে থামে একটি সাদা গাড়ি। গাড়ি থেকে কয়েকজন নেমে সেখানে দাঁড়িয়ে থাকা রাজুকে মারধর করে। পরে জোর গাড়িতে তোলার চেষ্টা করলে রাজু নিজের কাছে থাকে অস্ত্র উঁচু করে ফাঁকা গুলি ছোড়ে। তখন তাঁকে ছেড়ে দিয়ে তাড়াহুড়া করে গাড়িতে উঠে চলে যান অপহরণকারীরা। সে সময় গাড়ির পেছনে পেছনে অস্ত্র উঁচু করে দৌড়াতে থাকেন রাজু।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে একপক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটির লাইসেন্স করা। তাঁদের সবাইকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।’
নাটোর শহরের হরিশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেউচ্চশিক্ষার উদ্দেশ্যে তেরো বছর বয়সে বাড়ি ছেড়ে চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামে ভর্তি হয়েছিলেন বরগুনার ওমর ওরফে বেলাল হোসাইন। পরিবারের স্বপ্ন ছিল, বেলাল একদিন আলেম হয়ে সমাজে আলো ছড়াবেন। কিন্তু সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগেবগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
২ ঘণ্টা আগেধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদভিত্তিক কার্যক্রমের মতোই মন্দিরভিত্তিক কার্যক্রম একই সুবিধায় পরিচালিত হবে।
৩ ঘণ্টা আগে