নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন প্রতিপক্ষ। এ সময় আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালিয়ে গাড়িটির পেছনে ধাওয়া করে করেন মো. রাজু নামের ওই ভুক্তভোগী। কিন্তু এ ঘটনায় কে দোষী আর কে অভিযুক্ত—সে বিষয়ে আগেই মুখ খুলতে নারাজ পুলিশ।
তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের চেষ্টায় অংশ নেওয়া গাড়িসহ চারজনকে আটক করেছে মতিঝিল থানা-পুলিশ।
আজ রোববার দুপুরে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা ছিল।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িতে থাকা অপহরণের চেষ্টাকারী সবাইকে (চারজন) আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে।’
পুলিশ সূত্র জানায়, দুপুরে মতিঝিল গোল চত্বরের দক্ষিণ পাশে ফার্নিচার গলিতে একটি দোকানের সামনে এসে থামে একটি সাদা গাড়ি। গাড়ি থেকে কয়েকজন নেমে সেখানে দাঁড়িয়ে থাকা রাজুকে মারধর করে। পরে জোর গাড়িতে তোলার চেষ্টা করলে রাজু নিজের কাছে থাকে অস্ত্র উঁচু করে ফাঁকা গুলি ছোড়ে। তখন তাঁকে ছেড়ে দিয়ে তাড়াহুড়া করে গাড়িতে উঠে চলে যান অপহরণকারীরা। সে সময় গাড়ির পেছনে পেছনে অস্ত্র উঁচু করে দৌড়াতে থাকেন রাজু।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে একপক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটির লাইসেন্স করা। তাঁদের সবাইকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।’
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন প্রতিপক্ষ। এ সময় আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালিয়ে গাড়িটির পেছনে ধাওয়া করে করেন মো. রাজু নামের ওই ভুক্তভোগী। কিন্তু এ ঘটনায় কে দোষী আর কে অভিযুক্ত—সে বিষয়ে আগেই মুখ খুলতে নারাজ পুলিশ।
তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের চেষ্টায় অংশ নেওয়া গাড়িসহ চারজনকে আটক করেছে মতিঝিল থানা-পুলিশ।
আজ রোববার দুপুরে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা ছিল।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িতে থাকা অপহরণের চেষ্টাকারী সবাইকে (চারজন) আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে।’
পুলিশ সূত্র জানায়, দুপুরে মতিঝিল গোল চত্বরের দক্ষিণ পাশে ফার্নিচার গলিতে একটি দোকানের সামনে এসে থামে একটি সাদা গাড়ি। গাড়ি থেকে কয়েকজন নেমে সেখানে দাঁড়িয়ে থাকা রাজুকে মারধর করে। পরে জোর গাড়িতে তোলার চেষ্টা করলে রাজু নিজের কাছে থাকে অস্ত্র উঁচু করে ফাঁকা গুলি ছোড়ে। তখন তাঁকে ছেড়ে দিয়ে তাড়াহুড়া করে গাড়িতে উঠে চলে যান অপহরণকারীরা। সে সময় গাড়ির পেছনে পেছনে অস্ত্র উঁচু করে দৌড়াতে থাকেন রাজু।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিরোধপূর্ণ জমিতে একপক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটির লাইসেন্স করা। তাঁদের সবাইকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।’
সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
৪ মিনিট আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৭ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে