Ajker Patrika

ক্রলিং পেগের কার্যকারিতা নিয়ে সংশয়, বাংলাদেশের ঋণমান ফের কমাল ফিচ

আজকের পত্রিকা ডেস্ক
ক্রলিং পেগের কার্যকারিতা নিয়ে সংশয়, বাংলাদেশের ঋণমান ফের কমাল ফিচ

আবারও বাংলাদেশের ক্রেডিট রেটিং (ঋণমান) কমিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ রেটিংস। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার ফিচ বাংলাদেশের রেটিং ‘বিবি মাইনাস’ থেকে ‘বি প্লাস’–এ নামিয়ে এনেছে।

ফিচ বলেছে, বাহ্যিক বিষয়গুলো ক্রমাগত দুর্বল প্রতিফলন দেখাচ্ছে, যা সাম্প্রতিক নীতি সংস্কার সত্ত্বেও চ্যালেঞ্জিং হতে পারে। ফলে বাংলাদেশের জন্য বাহ্যিক বিষয়গুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ইস্যুয়ার ডিফল্ট রেটিংকে (আইডিআর) স্থিতিশীল থেকে নেতিবাচক করে ফিচ রেটিংস। এ সময় তা ‘বিবি মাইনাস’–এ নামিয়ে আনা হয়।

তবে সাম্প্রতিকতম অবনমনটি এমন সময়ে হলো যখন বৈদেশিক মুদ্রা বা মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল করতে ক্রলিং পেগ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

ফিচ বলেছে, ক্রলিং পেগ বৈদেশিক মুদ্রা বাজারের দীর্ঘদিনের বিকৃতিগুলো দূর করে উল্লেখযোগ্যভাবে দেশের ফরেক্স রিজার্ভ গঠনের সহায়ক হবে কিনা–তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত