ক্রিকেটকে ভালোবেসে মিরপুরে তিনি
ঢাকা টেস্টের তৃতীয় দিনের দুপুরে বৃষ্টিতে খেলা থামার খানিক আগের ঘটনা। ধনঞ্জয়া ডি সিলভা চোখে প্রশান্তি এনে দেওয়া এক কাভার ড্রাইভে চার মারলেন। উঠে দাঁড়িয়ে ক্যারোলিন জোয়েট সেটার উচ্ছ্বাস প্রকাশ করলেন। তাঁর উচ্ছ্বাসটা শুধুই ধনঞ্জয়ার ড্রাইভ দেখে নয়, ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট দেখেন নির্মল উপভোগের মন্ত্র হ