নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা টেস্টে আরেকটি হতাশার সেশন কাটল বাংলাদেশের। চতুর্থ দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কার কোনো উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান-তাইজুল ইসলামদের হতাশা বাড়িয়ে এই সেশনে ৮৭ রান তুলেছেন লঙ্কানরা। সব মিলিয়ে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রান ছাড়িয়ে গেছে শ্রীলঙ্কা। এখন তারা এগিয়ে ৪ রানে। বৃষ্টির বাগড়ায় গতকাল আড়াই সেশনের মতো খেলা হয়নি। আজ তাই দিনের খেলা আধা ঘণ্টা আগে শুরু হয়। বাংলাদেশর হুমকি হয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৯৩ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৬ চারের সঙ্গে তাঁর ইনিংসে রয়েছে ২টি ছক্কার মার।
ম্যাথুসের সঙ্গী দিনেশ চান্ডিমালও ফিফটি ছাড়িয়ে গেছেন। ৯৫ বলে ৫৮ রানে অপরাজিত আছেন চান্ডিমাল। চান্ডিমাল অবশ্য আউট হয়েও একবার বেঁচে যান। ইবাদত হোসেন-সাকিব আল হাসানরা জুটি ভাঙতে না পারায় বল হাতে তুলে নেন মুমিনুল হক। লিটন দাসের ক্যাচ বানিয়ে চান্ডিমালকে আউট করলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, লিটনের গ্লাভসে জমা হওয়ার আগে চান্ডিমালের ব্যাটের কোনো অংশ বলের ছোঁয়া পায়নি। তখন তাঁর রান ছিল ৪৩।
বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ আর ইবাদত হোসেন আজ সেই অর্থে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। বিশেষ করে খালেদ। এক প্রান্ত থেকে সাকিব রান আটকে রাখলেও অন্য প্রান্তে সেটার সুবিধা নিতে পারেননি কেউই। আঁটসাঁট বোলিংয়ের কারণে সাকিবকে বেশ দেখেশুনে খেলেছেন ম্যাথুস-চান্ডিমাল। এই টেস্টে মূলত বোলিংয়ের কারণে নেওয়া অফ স্পিনার মোসাদ্দেক হোসেনকে আজ এক ওভারের বেশি করানোর সাহস পাননি মুমিনুল। ওই ওভারে তিন রান দেন মোসাদ্দেক।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
ঢাকা টেস্টে আরেকটি হতাশার সেশন কাটল বাংলাদেশের। চতুর্থ দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কার কোনো উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান-তাইজুল ইসলামদের হতাশা বাড়িয়ে এই সেশনে ৮৭ রান তুলেছেন লঙ্কানরা। সব মিলিয়ে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রান ছাড়িয়ে গেছে শ্রীলঙ্কা। এখন তারা এগিয়ে ৪ রানে। বৃষ্টির বাগড়ায় গতকাল আড়াই সেশনের মতো খেলা হয়নি। আজ তাই দিনের খেলা আধা ঘণ্টা আগে শুরু হয়। বাংলাদেশর হুমকি হয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৯৩ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৬ চারের সঙ্গে তাঁর ইনিংসে রয়েছে ২টি ছক্কার মার।
ম্যাথুসের সঙ্গী দিনেশ চান্ডিমালও ফিফটি ছাড়িয়ে গেছেন। ৯৫ বলে ৫৮ রানে অপরাজিত আছেন চান্ডিমাল। চান্ডিমাল অবশ্য আউট হয়েও একবার বেঁচে যান। ইবাদত হোসেন-সাকিব আল হাসানরা জুটি ভাঙতে না পারায় বল হাতে তুলে নেন মুমিনুল হক। লিটন দাসের ক্যাচ বানিয়ে চান্ডিমালকে আউট করলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, লিটনের গ্লাভসে জমা হওয়ার আগে চান্ডিমালের ব্যাটের কোনো অংশ বলের ছোঁয়া পায়নি। তখন তাঁর রান ছিল ৪৩।
বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ আর ইবাদত হোসেন আজ সেই অর্থে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। বিশেষ করে খালেদ। এক প্রান্ত থেকে সাকিব রান আটকে রাখলেও অন্য প্রান্তে সেটার সুবিধা নিতে পারেননি কেউই। আঁটসাঁট বোলিংয়ের কারণে সাকিবকে বেশ দেখেশুনে খেলেছেন ম্যাথুস-চান্ডিমাল। এই টেস্টে মূলত বোলিংয়ের কারণে নেওয়া অফ স্পিনার মোসাদ্দেক হোসেনকে আজ এক ওভারের বেশি করানোর সাহস পাননি মুমিনুল। ওই ওভারে তিন রান দেন মোসাদ্দেক।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
ব্যাটারদের বধ্যভূমি হিসেবে মিরপুরের উইকেটের পরিচিতি অনেক আগেই। রানের চাকা সচল রাখতে ব্যাটাররা যখন চড়াও হয়ে খেলেন, তখনই টপাটপ উইকেট পড়তে থাকে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল সব মিলিয়ে ২৫০ রান না হলেও পড়েছে ১৩ উইকেট।
১৫ মিনিট আগেমিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে, মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন চোখে সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ১১৭ বল পর্যন্ত খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা।
৩৮ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
১ ঘণ্টা আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১১ ঘণ্টা আগে