নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই জ্যৈষ্ঠে রোদের মাত্রা কম থাকলেও থার্মোমিটারের পারদ ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়েছে, খোলা মাঠে যা অনুভূত হচ্ছে ৩৬-৩৮ ডিগ্রির কাছাকাছি। এই গরমেও বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট দেখতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছে চার-পাঁচ হাজার খুদে দর্শক।
ঢাকা টেস্টে দর্শকদের বেশির ভাগই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। আবার অনেকেই স্কুল ক্রিকেট কিংবা ক্লাব ক্রিকেট খেলে থাকে। শিক্ষার্থীদের প্রবেশ ফ্রি করে দেওয়ায় মিরপুরের গ্যালারি একবারে শূন্য থাকেনি গত কদিন।
রাতে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা আগের মতোই ৩৪ ডিগ্রির ওপরে। সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাঠে আসতে শুরু করে। দুপুরের দিকে তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে। শিক্ষার্থীদেরও পানি কিনে খাওয়ার মতো সামর্থ্য ততক্ষণে শেষ। সকাল থেকে কয়েক বোতল করে পানি কিনতে হয়েছে।
তীব্র গরমের মধ্যে হঠাৎ ‘সাকিব ভাই, সাকিব ভাই’ আওয়াজ ওঠে মিরপুরের পূর্ব গ্যালারির দিকে। ডিপ স্কয়ার লেগে তখন ফিল্ডিংয়ে সাকিব। কৌতূহলী হয়ে সেদিকে গিয়ে দেখা মিলল এক ভিন্ন সাকিবকে। খুদে দর্শকদের পানির তৃষ্ণা মেটাতে সাকিব তাদের ডাকে সাড়া দিলেন দ্রুত।
একাদশের বাইরে থাকা রেজাউর রহমান রাজা তখন সাকিবের জন্য পানি নিয়ে এসেছিলেন। সাকিব নিজে এক বোতল নিয়ে বাকি দুই বোতল গ্যালারির দর্শকদের ডেকে নিচে নামিয়ে দেন। সাকিবের কাছ থেকে পানি পেয়ে এক দর্শকের উচ্ছ্বাস। পরে কথা বলে জানা যায়, তীব্র গরমে পানি কিনে খেতে না পেরে সাকিবের কাছে চেয়েছিল। পরে সাকিব নিজেই ডেকে পানির বোতল দেন।
গতকাল দর্শকদের এভাবে পানির দিতে দেখা গিয়েছিল নুরুল হাসান সোহানকেও। তীব্র গরমের কারণে দর্শকদের পিপাসা মেটাতে হচ্ছে ক্রিকেটারদের।
এই জ্যৈষ্ঠে রোদের মাত্রা কম থাকলেও থার্মোমিটারের পারদ ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়েছে, খোলা মাঠে যা অনুভূত হচ্ছে ৩৬-৩৮ ডিগ্রির কাছাকাছি। এই গরমেও বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট দেখতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছে চার-পাঁচ হাজার খুদে দর্শক।
ঢাকা টেস্টে দর্শকদের বেশির ভাগই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। আবার অনেকেই স্কুল ক্রিকেট কিংবা ক্লাব ক্রিকেট খেলে থাকে। শিক্ষার্থীদের প্রবেশ ফ্রি করে দেওয়ায় মিরপুরের গ্যালারি একবারে শূন্য থাকেনি গত কদিন।
রাতে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা আগের মতোই ৩৪ ডিগ্রির ওপরে। সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাঠে আসতে শুরু করে। দুপুরের দিকে তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে। শিক্ষার্থীদেরও পানি কিনে খাওয়ার মতো সামর্থ্য ততক্ষণে শেষ। সকাল থেকে কয়েক বোতল করে পানি কিনতে হয়েছে।
তীব্র গরমের মধ্যে হঠাৎ ‘সাকিব ভাই, সাকিব ভাই’ আওয়াজ ওঠে মিরপুরের পূর্ব গ্যালারির দিকে। ডিপ স্কয়ার লেগে তখন ফিল্ডিংয়ে সাকিব। কৌতূহলী হয়ে সেদিকে গিয়ে দেখা মিলল এক ভিন্ন সাকিবকে। খুদে দর্শকদের পানির তৃষ্ণা মেটাতে সাকিব তাদের ডাকে সাড়া দিলেন দ্রুত।
একাদশের বাইরে থাকা রেজাউর রহমান রাজা তখন সাকিবের জন্য পানি নিয়ে এসেছিলেন। সাকিব নিজে এক বোতল নিয়ে বাকি দুই বোতল গ্যালারির দর্শকদের ডেকে নিচে নামিয়ে দেন। সাকিবের কাছ থেকে পানি পেয়ে এক দর্শকের উচ্ছ্বাস। পরে কথা বলে জানা যায়, তীব্র গরমে পানি কিনে খেতে না পেরে সাকিবের কাছে চেয়েছিল। পরে সাকিব নিজেই ডেকে পানির বোতল দেন।
গতকাল দর্শকদের এভাবে পানির দিতে দেখা গিয়েছিল নুরুল হাসান সোহানকেও। তীব্র গরমের কারণে দর্শকদের পিপাসা মেটাতে হচ্ছে ক্রিকেটারদের।
অনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
১৬ মিনিট আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল আর কোনো ম্যাচ খেলেনি। নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ তো থেমে নেই। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানেরও তাই পরিবর্তন হচ্ছে।
১৯ মিনিট আগেসিলেট থেকে কলম্বো—গতকাল দুই ভেন্যু থেকে দুই রকম সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে বাংলাদেশ হারালেও কলম্বোতে শ্রীলঙ্কার যুব দলের কাছে হেরেছেন আজিজুল হাকিম তামিম। ২৪ ঘণ্টা না থাকলেই আজ চট্টগ্রামে নেমেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
২ ঘণ্টা আগেবার্সেলোনা না ইন্টার মিলান—সেমিফাইনালের বাধা উতরে কে উঠবে ফাইনালে। বাজির দরে বার্সেলোনা ফেবারিট। উইলিয়াম হিল কিংবা বেটএমজিএম—দুই বাজিকর প্রতিষ্ঠানে বাজির দরে ইন্টারের চেয়ে ঢের এগিয়ে বার্সেলোনা...
২ ঘণ্টা আগে