এটাই তো পরিচয় মুনশিয়ানার
শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ দেখলাম। হার্টবিট একবার বেড়েছে, একবার কমেছে—এ রকম একটা অবস্থা ছিল। বিশেষ করে শেষ ওভারে, এক বলে যখন ৫ রান প্রয়োজন, তখন ব্লেসিং মুজারাবানিকে স্ট্যাম্পড করেছিল নুরুল হাসান সোহান। এই প্রথম একটা জিনিস দেখলাম, স্ট্যাম্পের সামনে যদি বল ধরে স্টাম্পিং করা হয়, তাহলে এটাকে ‘নো’ বল ধরা হয়