স্লেজিং–বিতর্ক নিয়েই সিরিজ বাঁচানোর লড়াই
পোর্ট এলিজাবেথ টেস্টের আগের দিন দুই অধিনায়কের সংবাদ সম্মেলনেই একটা অভিন্ন বিষয় এল—স্লেজিং। ডারবান টেস্টে হারের পর বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্রিকেটে স্লেজিং স্বাভাবিক ব্যাপার হলেও তাদের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা যেটা করেছে, সেটি মাত্রা ছাড়িয়ে গেছে!