Ajker Patrika

স্পিনারদের বলে অলআউট হওয়া ক্রাইম, বললেন মুমিনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২০: ২৭
স্পিনারদের বলে অলআউট হওয়া ক্রাইম, বললেন মুমিনুল

ইতিহাস গড়ার আশা জাগিয়ে ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২০ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। আজ পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে গুটিয়ে গেছে মুমিনুল হকের দল। প্রোটিয়াদের দুই স্পিনার কেশব মহারাজ ও সাইমন হারমারই নিয়েছেন বাংলাদেশের ১০ উইকেট। বিদেশের মাটিতে এভাবে স্পিনারদের বিপক্ষে অলআউট হওয়াকে ‘ক্রাইম’ বলে মনে করছেন অধিনায়ক মুমিনুল।

প্রথম ইনিংসেও স্পিনার হারমার ভুগিয়েছেন বাংলাদেশকে। মুমিনুলদের প্রথম ইনিংসে শুরুর ৪ উইকেট নেন তিনি। পরে আর উইকেট না দিলেও দ্বিতীয় ইনিংসেও ফের হারমারের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করেছেন মুমিনুলরা। তবে এই ইনিংসে হারমার ৩ উইকেট নিলেও মহারাজ ৭ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন সফরকারীদের। দুই ইনিংস মিলিয়ে স্পিনারদের কাছেই বাংলাদেশ হারিয়েছে ১৪টি উইকেট।

১৯৫০ সালের পর এই প্রথম এক ইনিংসের ১০ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ খেলেছে ১৯ ওভার। এর পুরোটিই করেছেন প্রোটিয়াদের দুই স্পিনার। এভাবে ধরাশায়ী হওয়ার হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক মুমিনুল হক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয়, বিদেশের মাটিতে এসে স্পিনারদের উইকেট দেওয়াটা অনেক বড় ‘ক্রাইম’। আমার মনে হয় ব্যাটিং–ব্যর্থতা এটি।’

মুমিনুলের হতাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ব্যাটারদের আউট হওয়ার ধরন। তাতে যত টানা কীর্তি দক্ষিণ আফ্রিকার স্পিনারদের তার চেয়েও বেশি দায় বাংলাদেশের ব্যাটারদের। মুমিনুল তাই কোনো অজুহাত খুঁজলেন না। সরাসরি বলে দিলেন, ‘(এখানে এমন) উইকেট দেখে একটু বিস্মিত হয়েছি। তবে খুব বেশি বল ঘোরেওনি। আমরা বেশির ভাগ আউট হয়েছি সোজা বলেই, টার্ন করা বলে না। সত্যি বলতে দ্বিতীয় ইনিংসে অনেক বাজে ব্যাটিং করেছি আমরা, এর কোনো অজুহাত নেই।’

কিংসমিডে ২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ রানেই বাংলাদেশ হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। এই ধাক্কাটা শেষ দিনে আর সামলে উঠতে পারেনি দল। অথচ প্রথম চার দিন প্রোটিয়াদের সঙ্গে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। মুমিনুল যথার্থই বলেছেন, ‘চার দিন আমরা অনেক ভালো চাপ তৈরি করতে পেরেছিলাম। আমার মনে হয় প্রথম ইনিংসে আমরা ৫০-৬০ রান বেশি দিয়ে ফেলেছি। ওই জায়গায় হয়তো একটু ভড়কে গেছি। আর কালকের দিনে তিনটা উইকেট হারানোয় একটু ঝামেলা হয়ে গেছে। যেকোনো সংস্করণে নতুন বলে তিন উইকেট হারানো অনেক চাপ তৈরি করে।’

৮ এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশ অধিনায়ক মুমিনুলের। সিরিজ বাঁচানোর কাজটা আরও কঠিন করে দিয়েছে ইনজুরির প্রকোপ। চোট নিয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরফুল ইসলাম। দুজনই দেশে ফিরে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত