ধান নদী খাল, এই তিনে বরিশাল
‘আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল’। বেশ প্রাচীন জনপদ বরিশাল। প্রাচ্যের ভেনিস নামে খ্যাত বরিশালের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে মেঘনা, আড়িয়াল খাঁ, বিষখালী, কীর্তনখোলা, তেঁতুলিয়া, টর্কি, সন্ধ্যা ও বুড়িশ্বর ইত্যাদি নদ–নদী। আরও আছে অসংখ্য খাল। নদী আর খালবিধৌত জনপদ ছিল ধানের জন্য বিখ্যাত। সে জন্যই প্র