আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে প্রতিবছর আয়োজন করা হয় মারবেল মেলার। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে প্রতিবছর পৌষসংক্রান্তিতে বসে ওই মেলা। এরই ধারাবাহিকতায় গত রোববার মারবেল মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির দাবি, মারবেল মেলার এই ঐতিহ্য ২৪৩ বছরের পুরোনো।
রোববার মেলার আয়োজনে শুধু আগৈলঝাড়ার বাসিন্দারাই শামিল হয়নি; পাশের গৌরনদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, উজিরপুর, মাদারীপুর সদর, ডাসার, কালকিনি, গোপালগঞ্জের কোটালীপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নারী-পুরুষ মেলায় অংশ নেয়।
পূর্বপুরুষের বরাত দিয়ে মেলা কমিটির সভাপতি রাম কৃষ্ণ হালদার জানান, ২৪৩ বছর আগে রামানন্দের আঁক গ্রামে ৬ বছর বয়সে বিয়ে হয় মা সোনাই চাঁদ আউলিয়ার। তাঁর বয়স যখন সাত, তখন স্বামী মারা যান। পরে নিঃসন্তান সোনাই শ্বশুরবাড়িতে একটি নিমগাছের গোড়ায় শিবের আরাধনা ও পূজা-অর্চনা শুরু করেন। ক্রমে তাঁর অলৌকিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়লে ওই স্থানে বার্ষিক পূজার আয়োজন করা হয়। আনুমানিক ১৭৮০ সালে ওই পূজার প্রচলন শুরু হয়। সেই থেকে প্রতিবছর পৌষসংক্রান্তির দিনে নবান্নের আয়োজনের মাধ্যমে ওই স্থানে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাড়িটি এখন সোনাই আউলিয়ার বাড়ি হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছে।
স্থানীয় প্রবীর বিশ্বাস বলেন, পূর্বপুরুষেরা মারবেল খেলার মাধ্যমে মেলার প্রচলন করেছিল; যা আজও অব্যাহত আছে।
কোটালীপাড়া উপজেলা থেকে মেলায় আসা প্রভাষক তরুণ চন্দ্র নাথ জানান, ঐতিহ্যবাহী মারবেল খেলার কথা শুনে মেলায় এসেছেন তিনি।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে প্রতিবছর আয়োজন করা হয় মারবেল মেলার। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে প্রতিবছর পৌষসংক্রান্তিতে বসে ওই মেলা। এরই ধারাবাহিকতায় গত রোববার মারবেল মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির দাবি, মারবেল মেলার এই ঐতিহ্য ২৪৩ বছরের পুরোনো।
রোববার মেলার আয়োজনে শুধু আগৈলঝাড়ার বাসিন্দারাই শামিল হয়নি; পাশের গৌরনদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, উজিরপুর, মাদারীপুর সদর, ডাসার, কালকিনি, গোপালগঞ্জের কোটালীপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নারী-পুরুষ মেলায় অংশ নেয়।
পূর্বপুরুষের বরাত দিয়ে মেলা কমিটির সভাপতি রাম কৃষ্ণ হালদার জানান, ২৪৩ বছর আগে রামানন্দের আঁক গ্রামে ৬ বছর বয়সে বিয়ে হয় মা সোনাই চাঁদ আউলিয়ার। তাঁর বয়স যখন সাত, তখন স্বামী মারা যান। পরে নিঃসন্তান সোনাই শ্বশুরবাড়িতে একটি নিমগাছের গোড়ায় শিবের আরাধনা ও পূজা-অর্চনা শুরু করেন। ক্রমে তাঁর অলৌকিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়লে ওই স্থানে বার্ষিক পূজার আয়োজন করা হয়। আনুমানিক ১৭৮০ সালে ওই পূজার প্রচলন শুরু হয়। সেই থেকে প্রতিবছর পৌষসংক্রান্তির দিনে নবান্নের আয়োজনের মাধ্যমে ওই স্থানে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাড়িটি এখন সোনাই আউলিয়ার বাড়ি হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছে।
স্থানীয় প্রবীর বিশ্বাস বলেন, পূর্বপুরুষেরা মারবেল খেলার মাধ্যমে মেলার প্রচলন করেছিল; যা আজও অব্যাহত আছে।
কোটালীপাড়া উপজেলা থেকে মেলায় আসা প্রভাষক তরুণ চন্দ্র নাথ জানান, ঐতিহ্যবাহী মারবেল খেলার কথা শুনে মেলায় এসেছেন তিনি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪