এ দেশে আর কোনো দিন ভোট চুরি হবে না: বরিশালে ইসি আহসান হাবিব
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর চাদরে ঘেরা থাকবে নির্বাচনী এলাকা। কেউ কিচ্ছু করতে পারবে না। পূর্বের মতো ভোট ডাকাতি, ভোট চুরির পুনরাবৃত্তি আর কোনো দিনও এ দেশে হবে না। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চাই। কে কার প্রার্থী, সেটা দেখার বিষয় নয়।