Ajker Patrika

ভারতের মেঘালয়ে ‘হার্ট অ্যাটাকে’ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২২: ২৫
ভারতের মেঘালয়ে ‘হার্ট অ্যাটাকে’ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার মৃত্যু

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না মারা গেছেন। 

আজ শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় বলে জানান পান্নার ভাগনে ও কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু। 

লাইকুজ্জামান তালুকদার মিন্টু বলেন, তাঁর মামা পান্না আজ সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা যান। তবে কবে কখন কীভাবে তাঁরা শিলং পৌঁছালেন, এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন। 

তিনি বলেন, ৫ আগস্ট থেকে পরিবারের সঙ্গে পান্নার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। 

ইসহাক আলী খান পান্নার শ্যালক জসিম উদ্দিন খান বলেন, তিন দিন আগে তাঁর সঙ্গে পান্নার শেষ কথা হয়েছিল। এর পর থেকে তাঁর সঙ্গে পান্নার আর কোনো যোগাযোগ হয়নি। তবে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে তাঁর ভারতে প্রবেশ করার কথা ছিল। 

ইসহাক আলী পান্নার স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল মাসে মারা যান। আইরিন সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। এই দম্পতির ইফতেশাম আফতারি আরিয়ান নামক এক ছেলে রয়েছে।

১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন। 

সামগ্রিক বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত