নিজস্ব প্রতিবেদক, বরিশাল
৫ লাখ টাকা চাঁদার দাবিতে বরিশালের বাবুগঞ্জে সুলতান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে খুনের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতার সংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। গত ২২ আগস্ট যুবদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত চিঠিটি দেওয়া হলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
যদিও চিঠিতে হত্যার বিষয়টি এড়িয়ে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য সাংগঠনিক পদ স্থগিতের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত ওবায়েদুল হাসান উপজেলা যুবদলের সদস্যসচিব এবং চাঁদশাপা ইউনিয়নের ঘটকের চর গ্রামের মৃত সেকান্দার আলী ছেলে।
এ বিষয়ে জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান আজকের পত্রিকাকে বলেন, ‘কথা-কাটাকাটির একপর্যায়ে এক বৃদ্ধ মারা গেছে। এই ঘটনায় ওবায়দুলের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এতে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।’
তথ্যমতে, গত ১১ আগস্ট ঘটকের চর গ্রামের সুলতান হাওলাদার নামে এক বৃদ্ধকে মারধর করে ওবায়েদুল ও তার সহযোগীরা। গুরুতর আহতাবস্থায় ওই বৃদ্ধকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওবায়েদুল হাসানসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বরিশাল বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন নুপুর।
বাদী সাদিয়া আফরিন আজকের পত্রিকাকে জানান, সরকার পতনের পর ওবায়েদুল তার স্বামী মনিরজ্জামান জুয়েলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার দিন জুয়েলের খোঁজে ওবায়েদুলের নেতৃত্বে অভিযুক্তরা বাড়িতে এসে গালিগালাজ করে। এ সময় তার শ্বশুর (নিহত সুলতান) ঘর থেকে বেরিয়ে গালিগালাজের কারণ জানতে চায়। এতে ক্ষুব্ধ হয়ে শাবল দিয়ে আঘাত করলে শ্বশুর নিহত হন।
তিনি অভিযোগ করেন, পুলিশ এ পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক খাইরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি তাকে জানাননি বাদী।’ বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
৫ লাখ টাকা চাঁদার দাবিতে বরিশালের বাবুগঞ্জে সুলতান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে খুনের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতার সংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। গত ২২ আগস্ট যুবদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত চিঠিটি দেওয়া হলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
যদিও চিঠিতে হত্যার বিষয়টি এড়িয়ে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য সাংগঠনিক পদ স্থগিতের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত ওবায়েদুল হাসান উপজেলা যুবদলের সদস্যসচিব এবং চাঁদশাপা ইউনিয়নের ঘটকের চর গ্রামের মৃত সেকান্দার আলী ছেলে।
এ বিষয়ে জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান আজকের পত্রিকাকে বলেন, ‘কথা-কাটাকাটির একপর্যায়ে এক বৃদ্ধ মারা গেছে। এই ঘটনায় ওবায়দুলের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এতে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।’
তথ্যমতে, গত ১১ আগস্ট ঘটকের চর গ্রামের সুলতান হাওলাদার নামে এক বৃদ্ধকে মারধর করে ওবায়েদুল ও তার সহযোগীরা। গুরুতর আহতাবস্থায় ওই বৃদ্ধকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওবায়েদুল হাসানসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বরিশাল বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন নুপুর।
বাদী সাদিয়া আফরিন আজকের পত্রিকাকে জানান, সরকার পতনের পর ওবায়েদুল তার স্বামী মনিরজ্জামান জুয়েলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার দিন জুয়েলের খোঁজে ওবায়েদুলের নেতৃত্বে অভিযুক্তরা বাড়িতে এসে গালিগালাজ করে। এ সময় তার শ্বশুর (নিহত সুলতান) ঘর থেকে বেরিয়ে গালিগালাজের কারণ জানতে চায়। এতে ক্ষুব্ধ হয়ে শাবল দিয়ে আঘাত করলে শ্বশুর নিহত হন।
তিনি অভিযোগ করেন, পুলিশ এ পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক খাইরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি তাকে জানাননি বাদী।’ বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
১৯ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
২৫ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৩৫ মিনিট আগে