বিএনপির কর্মীসহ ১১ জন খুন
ঈদুল ফিতরের ছুটির তিন দিনে বিএনপির কর্মীসহ সারা দেশে ৮ জেলায় অন্তত ১১ জন খুন হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে ২ জন, নরসিংদীতে ২, নড়াইলে ২, সাভারে ১, রাজশাহীতে ১, বরিশালে ১, বরগুনায় ১ ও লক্ষ্মীপুরে ১ জন খুন হয়েছেন। গত রোববার থেকে গতকাল বুধবার পর্যন্ত এসব ঘটনা ঘটে।