জনগণ নতি স্বীকার করবে না
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩ মার্চ গভীর রাতে সংবাদপত্রে একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘সামরিক আইনের আরেকটি আদেশ জারি হইয়াছে জানিতে পারিয়া আমি বিস্মিত হইয়াছি। আজ যখন খোদ সামরিক আইন প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই বাংলার সমগ্র গণমানুষের প্রচণ্ড দাবির কথা আমরা ঘোষণা করিয়াছি, তখন নতুন করিয়া এরূপ আদ