Ajker Patrika

ঢাবিতে প্রথম প্রহরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ০২: ৫১
ঢাবিতে প্রথম প্রহরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীর প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেক কেটে উদ্‌যাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন ও হল শাখা ছাত্রলীগের সমন্বয়ে এ জন্মদিন উদ্‌যাপন করা হয়। 

এ আয়োজনে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

কেক কাটার পর উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর নামের হলে প্রথম প্রহরে কেক কাটার মাধ্যমে জন্মদিন উদ্‌যাপন করা এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বঙ্গবন্ধুর শুধু জন্মদিন পালনের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে বঙ্গবন্ধুকে ধারণ করার আহ্বান জানান তিনি। 

জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হল হলের প্রাধ্যক্ষ ড. বদরুজ্জামন ভূঁইয়া কাঞ্চন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত