‘ধনী বানানোর’ ধাতব মুদ্রা ও আংটি বেচতেন তাঁরা
মানুষকে সুখী আর ধনী বানানোর ব্যবসা তাঁদের। বিক্রি করতেন ধাতব মুদ্রা, যা কাছে থাকলে ‘অলৌকিক ক্ষমতা’ আসবে। অঢেল ধনসম্পদ হবে। শুধু তা-ই নয়, ওই মুদ্রা নদীর ধারে পুঁতে রাখলে ভেসে আসবে প্রচুর স্বর্ণমুদ্রা। এ ছাড়া রয়েছে ‘অলৌকিক’ আংটি, যা আঙুলে থাকলে খুব সহজেই ধনী হওয়া যাবে। এমন কথায় আকৃষ্ট হয়ে সাধারণ মানুষ