‘শূন্য ক্লিকে’ ফোনে প্রবেশ করার ক্ষমতা আছে পেগাসাসের
ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যারটির নাম পেগাসাস। এটি একটি ম্যালওয়ে। যেটা ব্যবহার করে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের সব মেসেজ, ফটো, ই-মেইল, কল রেকর্ড বের করা যায়। ইতিমধ্যে পেগাসাসের মাধ্যমে বিভিন্ন দেশে ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে।