Ajker Patrika

পরিকল্পনামন্ত্রীর সেই ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৩: ০০
পরিকল্পনামন্ত্রীর সেই ফোন উদ্ধার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চুরি হওয়া আইফোন উদ্ধার করেছে ডিএমপির রমনা বিভাগ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং করবেন উপকমিশনার (রমনা) মো. সাজ্জাদুর রহমান।

রাজধানীর আদাবর থেকে ফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপকমিশনার সাজ্জাদুর রহমান।

এর আগে ৩০ মে বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর সেলফোন ছিনতাই হয়েছিল। মন্ত্রীর পিএস মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছিলেন।

ছিনতাইয়ের বিষয়ে মন্ত্রী বলেছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাওয়ার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন ছোঁ মেরে মোবাইল নিয়ে দৌড় দেয়।

ছিনতাই হওয়া মোবাইল ফোনটি তাঁর ছেলের উপহার দেওয়া উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সংবিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি, আমার মোবাইল নিয়ে গেল এ সময় গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত