‘মোর ছাওয়াক মারলু ক্যানে’
টেলিভিশন কিংবা ইউটিউব-ফেসবুকে শিক্ষার্থী হত্যার নৃশংসতম দৃশ্যগুলো যখন দেখি, তখন ঘাতকদের চেহারা দেখে মনে প্রশ্ন জাগে, ওরা কি এ দেশেরই সন্তান? যে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশে ওরা রক্তের বন্যা বইয়ে দিয়েছে। বাঙালির ইতিহাসে একক কোনো আন্দোলনে এত অধিকসংখ্যক মানুষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।