জেন জির জন্য নতুন ডিজাইনে ফেসবুক
জেনারেশন জেড (জেন জি) প্রজন্মের ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন ডিজাইন বা নকশা চালু করছে ফেসবুক। এ লক্ষ্যে গত শুক্রবার বেশ কিছু পরিবর্তের ঘোষণা দিয়েছে মেটা। এসব পরিবর্তনে মাধ্যমে ফেসবুক এখন স্থানীয় কমিউনিটির তথ্য, ভিডিও ও গ্রুপের ওপর বেশি গুরুত্ব দেবে। এ ছাড়া মেটা এআই, ফেসবুক ডেটিং এবং মেসেঞ্জারও অ্