নিজামের শক্তি ‘খলিফা’ ও ক্যাডার
নিজাম হাজারী। ফেনীর রাজনীতিতে এক যুগের বেশি সময়ের দাপুটে চরিত্র। রাজনৈতিক প্রভাব আর ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে হয়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক। এসব সম্পদ করেছেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুমহাল, জমি দখলসহ নানা উপায়ে। তবে রাজনৈতিক বিরোধী পক্ষ বলতে কাউকেই দাঁড়াতে দেননি; এমনকি নিজ দলের ন