Ajker Patrika

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০: ০২
Thumbnail image

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে কাজী রশিদ আহাম্মদ রাব্বি নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরসভার সহদেবপুর এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

রাব্বি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া এলাকার কাজী শামসুদ্দিনের ছেলে। তিনি কালিদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

পুলিশ জানায়, যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যার দিকে ফেনীর মহিপাল আর্মি ক্যাম্পে দায়িত্বরত মেজর ফাহিম মোনায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। এতে ফেনী পৌরসভার সহদেবপুর এলাকা থেকে কাজী রশিদ আহাম্মদ রাব্বিকে আটক করা হয়। পরে শহরের পুরাতন জেল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাফর আহম্মদ (৫৩) নামে এক টমটমচালককে হত্যার ঘটনায় দায়েরকৃত এক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, টমটমচালক হত্যা মামলায় এই যুবলীগ নেতা এজাহারভুক্ত আসামি। এ মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করা হয়। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ২০৫ জনের নাম উল্লেখ এবং আরও ১০০-১০৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর হত্যাকাণ্ডে নিহত জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় এই মামলা দায়ের করেন। 

ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে তাঁকে আটক করা হয়। টমটমচালক জাফর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত