রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে
এক মাসের ব্যবধানে আবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। এবার মঞ্চটা অবশ্য ভিন্ন, তবে সেখানে রিয়ালেরই ‘রাজত্ব’ চলে। আতলেতিকো চেষ্টা কম করেনি, কিন্তু রিয়ালের দাম্ভিকতার সামনে নিজেদের অস্তিত্ব খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছে তাদের।