ক্রীড়া ডেস্ক
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে উজবেকিস্তানের সমীকরণ ছিল খুবই সহজ। সংযুক্ত আরব আমিরাতের কাছে না হারলেই হতো। শেষ পর্যন্ত সমীকরণ উজবেকিস্তানের পক্ষে আসায় প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ নিশ্চিত হয়েছে দলটির।
আল নাহিয়ান স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় আরব আমিরাত-উজবেকিস্তান। আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে উজবেকিস্তান নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব। উজবেকিস্তানের মতো জর্ডানও কেটেছে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ওমানকে গতকাল ৩-০ গোলে হারিয়েছে জর্ডান। শুধু ম্যাচ জিতলেই হতো না জর্ডানকে। দলটিকে তাকিয়ে থাকতে হতো ইরাক-দক্ষিণ কোরিয়া ম্যাচের দিকে। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ইরাককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া। তাতে দক্ষিণ কোরিয়া টানা ১১ বার বিশ্বকাপের মূলপর্বে ওঠা নিশ্চিত করেছে।
৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী বছরের জুন-জুলাইয়ে। ২৩তম বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক হওয়ায় তাদের বিশ্বকাপ খেলা আগেভাগেই নিশ্চিত হয়েছে। এশিয়া থেকে জর্ডান-দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপান, ইরান ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত প্রথম ও একমাত্র দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। আর ওশেনিয়া অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড।
বিশ্ব র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান অবস্থান করছে ৫৭ নম্বরে। এর আগে ২০০৬ বিশ্বকাপে খেলার দারুণ সুযোগ ছিল তাদের সামনে। জর্ডানকে তখন দুই লেগের প্লে-অফে খেলতে হয়েছিল বাহরাইনের বিপক্ষে। এই প্লে-অফ দিয়ে নির্ধারিত হতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি হিসেবে কোন দল কনকাকাফ অঞ্চলের ত্রিনিদাদ ও টোবাগোর (টিএন্ডটি) বিপক্ষে। এই ম্যাচের জয়ী পরে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে উঠত। উজবেকিস্তান প্রথম লেগে ১-০ গোলে হারিয়েছিল টিএন্ডটিকে। তবে রেফারির এক ভুলের কারণে ফিফা ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দেয়। শেষ পর্যন্ত অ্যাওয়ে গোলের ভিত্তিতে উজবেকরা বাদ পড়ে গিয়েছিল।
২০২৬ বিশ্বকাপ আগেভাগে নিশ্চিত করা আর্জেন্টিনা আজ চিলিকে ১-০ গোলে হারিয়েছে। ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র ও ৩ হারে ৩৪ পয়েন্ট এখন আর্জেন্টাইনরা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়েও এক নম্বরে অবস্থান করছে লিওনেল স্কালোনির দল। আর প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা জর্ডান অবস্থান করছে ৬২ নম্বরে।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে যারা
আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, নিউজিল্যান্ড
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে উজবেকিস্তানের সমীকরণ ছিল খুবই সহজ। সংযুক্ত আরব আমিরাতের কাছে না হারলেই হতো। শেষ পর্যন্ত সমীকরণ উজবেকিস্তানের পক্ষে আসায় প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ নিশ্চিত হয়েছে দলটির।
আল নাহিয়ান স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় আরব আমিরাত-উজবেকিস্তান। আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে উজবেকিস্তান নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব। উজবেকিস্তানের মতো জর্ডানও কেটেছে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ওমানকে গতকাল ৩-০ গোলে হারিয়েছে জর্ডান। শুধু ম্যাচ জিতলেই হতো না জর্ডানকে। দলটিকে তাকিয়ে থাকতে হতো ইরাক-দক্ষিণ কোরিয়া ম্যাচের দিকে। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ইরাককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া। তাতে দক্ষিণ কোরিয়া টানা ১১ বার বিশ্বকাপের মূলপর্বে ওঠা নিশ্চিত করেছে।
৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী বছরের জুন-জুলাইয়ে। ২৩তম বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক হওয়ায় তাদের বিশ্বকাপ খেলা আগেভাগেই নিশ্চিত হয়েছে। এশিয়া থেকে জর্ডান-দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপান, ইরান ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত প্রথম ও একমাত্র দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। আর ওশেনিয়া অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড।
বিশ্ব র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান অবস্থান করছে ৫৭ নম্বরে। এর আগে ২০০৬ বিশ্বকাপে খেলার দারুণ সুযোগ ছিল তাদের সামনে। জর্ডানকে তখন দুই লেগের প্লে-অফে খেলতে হয়েছিল বাহরাইনের বিপক্ষে। এই প্লে-অফ দিয়ে নির্ধারিত হতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি হিসেবে কোন দল কনকাকাফ অঞ্চলের ত্রিনিদাদ ও টোবাগোর (টিএন্ডটি) বিপক্ষে। এই ম্যাচের জয়ী পরে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে উঠত। উজবেকিস্তান প্রথম লেগে ১-০ গোলে হারিয়েছিল টিএন্ডটিকে। তবে রেফারির এক ভুলের কারণে ফিফা ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দেয়। শেষ পর্যন্ত অ্যাওয়ে গোলের ভিত্তিতে উজবেকরা বাদ পড়ে গিয়েছিল।
২০২৬ বিশ্বকাপ আগেভাগে নিশ্চিত করা আর্জেন্টিনা আজ চিলিকে ১-০ গোলে হারিয়েছে। ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র ও ৩ হারে ৩৪ পয়েন্ট এখন আর্জেন্টাইনরা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়েও এক নম্বরে অবস্থান করছে লিওনেল স্কালোনির দল। আর প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা জর্ডান অবস্থান করছে ৬২ নম্বরে।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে যারা
আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, নিউজিল্যান্ড
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে