Ajker Patrika

প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কাটল উজবেকিস্তান-জর্ডান, আর্জেন্টিনা-কানাডার সঙ্গী আর কারা

ক্রীড়া ডেস্ক    
প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের টিকিট কেটেছে উজবেকিস্তান। ছবি: এএফপি
প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের টিকিট কেটেছে উজবেকিস্তান। ছবি: এএফপি

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে উজবেকিস্তানের সমীকরণ ছিল খুবই সহজ। সংযুক্ত আরব আমিরাতের কাছে না হারলেই হতো। শেষ পর্যন্ত সমীকরণ উজবেকিস্তানের পক্ষে আসায় প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ নিশ্চিত হয়েছে দলটির।

আল নাহিয়ান স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় আরব আমিরাত-উজবেকিস্তান। আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে উজবেকিস্তান নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব। উজবেকিস্তানের মতো জর্ডানও কেটেছে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ওমানকে গতকাল ৩-০ গোলে হারিয়েছে জর্ডান। শুধু ম্যাচ জিতলেই হতো না জর্ডানকে। দলটিকে তাকিয়ে থাকতে হতো ইরাক-দক্ষিণ কোরিয়া ম্যাচের দিকে। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ইরাককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া। তাতে দক্ষিণ কোরিয়া টানা ১১ বার বিশ্বকাপের মূলপর্বে ওঠা নিশ্চিত করেছে।

২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে উঠেছে জর্ডান। এটাও তাদের প্রথম বিশ্বকাপ। ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে উঠেছে জর্ডান। এটাও তাদের প্রথম বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী বছরের জুন-জুলাইয়ে। ২৩তম বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক হওয়ায় তাদের বিশ্বকাপ খেলা আগেভাগেই নিশ্চিত হয়েছে। এশিয়া থেকে জর্ডান-দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপান, ইরান ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত প্রথম ও একমাত্র দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। আর ওশেনিয়া অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে উজবেকিস্তান অবস্থান করছে ৫৭ নম্বরে। এর আগে ২০০৬ বিশ্বকাপে খেলার দারুণ সুযোগ ছিল তাদের সামনে। জর্ডানকে তখন দুই লেগের প্লে-অফে খেলতে হয়েছিল বাহরাইনের বিপক্ষে। এই প্লে-অফ দিয়ে নির্ধারিত হতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি হিসেবে কোন দল কনকাকাফ অঞ্চলের ত্রিনিদাদ ও টোবাগোর (টিএন্ডটি) বিপক্ষে। এই ম্যাচের জয়ী পরে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে উঠত। উজবেকিস্তান প্রথম লেগে ১-০ গোলে হারিয়েছিল টিএন্ডটিকে। তবে রেফারির এক ভুলের কারণে ফিফা ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দেয়। শেষ পর্যন্ত অ্যাওয়ে গোলের ভিত্তিতে উজবেকরা বাদ পড়ে গিয়েছিল।

২০২৬ বিশ্বকাপ আগেভাগে নিশ্চিত করা আর্জেন্টিনা আজ চিলিকে ১-০ গোলে হারিয়েছে। ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র ও ৩ হারে ৩৪ পয়েন্ট এখন আর্জেন্টাইনরা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়েও এক নম্বরে অবস্থান করছে লিওনেল স্কালোনির দল। আর প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা জর্ডান অবস্থান করছে ৬২ নম্বরে।

এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে যারা

আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, নিউজিল্যান্ড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত