ও-না-না ধরা ইউনাইটেড
আন্দ্রে ওনানা গত রাতে যা করেছেন, তা দেখে ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, ‘ও-না-না’। ওনানার ভুলেই তো ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিততে যাওয়া ম্যাচে ধরা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যামেরুনের এই গোলকিপারের দুটি ভুলেই মাশুল দিতে হয়েছে রেড ডেভিলদের। প্রথম লেগে অলিম্পিক লিওঁর