ক্রীড়া ডেস্ক
মর্মান্তিক দুর্ঘটনায় জীবন থেমে গেছে পর্তুগিজ তারকা দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার। তবে লিভারপুল চায় না, সে স্মৃতি কখনো মুছে যাক। জোতার প্রতি শ্রদ্ধা জানিয়ে চিরতরে ২০ নম্বর জার্সি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাবটি। জোতার স্ত্রী রুতে কারদোসো ও তাঁর পরিবারের সঙ্গে আলোচনার পর ক্লাব সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে আর কোনো খেলোয়াড় লিভারপুলে ২০ নম্বর জার্সি পরবেন না।
এক বিবৃতিতে লিভারপুল ফুটবল ক্লাব জানায়, ‘পুরুষ, নারী ও অ্যাকাডেমি—সব পর্যায়ে ২০ নম্বর তুলে রাখা হবে দিয়োগো (জোতা) সম্মানে ও স্মরণে। মাঠে তার অনবদ্য অবদান, আর মাঠের বাইরেও যে ভালোবাসা তিনি সবাইকে দিয়েছেন, সেই গভীর প্রভাবের স্বীকৃতি হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
গত ৩ জুলাই গভীর রাতে একটি গাড়িকে ওভারটেক করার সময় জোতা ও আন্দ্রের ল্যাম্বোরগিনি গাড়ির চাকা ফেটে গিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দুজনে মারা যান। চিকিৎসকের পরামর্শে উড়োজাহাজে না উঠে গাড়িতে করেই ফিরছিলেন ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে।
২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দেন জোটা। এরপর পাঁচ মৌসুমে ক্লাবের হয়ে ১৮২ ম্যাচে করেন ৬৫ গোল। ২০২২ সালে এফএ কাপ ও লিগ কাপ, ২০২৪ সালে আবার লিগ কাপ, আর ২০২৫ সালে প্রিমিয়ার লিগ শিরোপার অংশ ছিলেন এই পর্তুগিজ তারকা। গত মৌসুমে জোতা যখন ক্লাবকে এনে দেন তাদের ২০ তম লিগ শিরোপা, তার গায়ে ছিল সেই ২০ নম্বর জার্সিই।
তাই হয়তো প্রতীকীভাবেই, শুক্রবার রাতে লিভারপুল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে একটি ভিডিও। যার শিরোনাম ‘ফরএভার আওয়ার নম্বর ২০ ’।
ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবল বিভাগের প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘আমরা জানতাম, সমর্থকেরা কী অনুভব করছেন—আমরাও ঠিক তেমনি অনুভব করেছি। এ কারণে সিদ্ধান্তের আগে দিয়োগোর স্ত্রী রুতে ও পরিবারের সঙ্গে কথা বলাটা ছিল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি, লিভারপুলের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়কে সম্মান জানাতে এমন কিছু করা হলো। আমরা চাই, এই জার্সি নম্বর চিরতরে জোতার হয়ে থাকুক—যাতে তাকে কখনো ভুলে না যাই।’
গত শনিবার জোতা ও আন্দ্রের শেষকৃত্য হয় পর্তুগালের গন্দোমার শহরে। সেখানে উপস্থিত ছিলেন লিভারপুলের একটি বড় প্রতিনিধি দল—সতীর্থ, কোচিং স্টাফ এবং বোর্ড সদস্যরা।
মর্মান্তিক দুর্ঘটনায় জীবন থেমে গেছে পর্তুগিজ তারকা দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার। তবে লিভারপুল চায় না, সে স্মৃতি কখনো মুছে যাক। জোতার প্রতি শ্রদ্ধা জানিয়ে চিরতরে ২০ নম্বর জার্সি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাবটি। জোতার স্ত্রী রুতে কারদোসো ও তাঁর পরিবারের সঙ্গে আলোচনার পর ক্লাব সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে আর কোনো খেলোয়াড় লিভারপুলে ২০ নম্বর জার্সি পরবেন না।
এক বিবৃতিতে লিভারপুল ফুটবল ক্লাব জানায়, ‘পুরুষ, নারী ও অ্যাকাডেমি—সব পর্যায়ে ২০ নম্বর তুলে রাখা হবে দিয়োগো (জোতা) সম্মানে ও স্মরণে। মাঠে তার অনবদ্য অবদান, আর মাঠের বাইরেও যে ভালোবাসা তিনি সবাইকে দিয়েছেন, সেই গভীর প্রভাবের স্বীকৃতি হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
গত ৩ জুলাই গভীর রাতে একটি গাড়িকে ওভারটেক করার সময় জোতা ও আন্দ্রের ল্যাম্বোরগিনি গাড়ির চাকা ফেটে গিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দুজনে মারা যান। চিকিৎসকের পরামর্শে উড়োজাহাজে না উঠে গাড়িতে করেই ফিরছিলেন ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে।
২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দেন জোটা। এরপর পাঁচ মৌসুমে ক্লাবের হয়ে ১৮২ ম্যাচে করেন ৬৫ গোল। ২০২২ সালে এফএ কাপ ও লিগ কাপ, ২০২৪ সালে আবার লিগ কাপ, আর ২০২৫ সালে প্রিমিয়ার লিগ শিরোপার অংশ ছিলেন এই পর্তুগিজ তারকা। গত মৌসুমে জোতা যখন ক্লাবকে এনে দেন তাদের ২০ তম লিগ শিরোপা, তার গায়ে ছিল সেই ২০ নম্বর জার্সিই।
তাই হয়তো প্রতীকীভাবেই, শুক্রবার রাতে লিভারপুল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে একটি ভিডিও। যার শিরোনাম ‘ফরএভার আওয়ার নম্বর ২০ ’।
ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবল বিভাগের প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘আমরা জানতাম, সমর্থকেরা কী অনুভব করছেন—আমরাও ঠিক তেমনি অনুভব করেছি। এ কারণে সিদ্ধান্তের আগে দিয়োগোর স্ত্রী রুতে ও পরিবারের সঙ্গে কথা বলাটা ছিল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি, লিভারপুলের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়কে সম্মান জানাতে এমন কিছু করা হলো। আমরা চাই, এই জার্সি নম্বর চিরতরে জোতার হয়ে থাকুক—যাতে তাকে কখনো ভুলে না যাই।’
গত শনিবার জোতা ও আন্দ্রের শেষকৃত্য হয় পর্তুগালের গন্দোমার শহরে। সেখানে উপস্থিত ছিলেন লিভারপুলের একটি বড় প্রতিনিধি দল—সতীর্থ, কোচিং স্টাফ এবং বোর্ড সদস্যরা।
মাত্র ১৯৩ রানের ছোটখাটো লক্ষ্য—যাকে রান তাড়া নয়, বরং শেষ কাজটা সেরে ফেলা বলা যায়। সেই কাজটা করতে পারল না ভারত। লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে এ রান তাড়া মামুলি ব্যাপারই হওয়ার কথা ছিল সফরকারীদের। উইকেটের কাঁপুনি, স্নায়ুর চাপ আর ইংলিশ বোলারদের নিখুঁত শিকারবৃত্তি মিলে গুঁড়িয়ে গেল ভারতের জয়ের স্বপ্ন। লর্ডসের
৮ ঘণ্টা আগেসহজ জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। হারারে স্পোর্টস ক্লাবে আজ জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে। লক্ষ্য তাড়ার শুরুটা অবশ্য সহজ ছিল না। ৩৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চাপে না পড়ে বরং সেখান থেকে ঝোড়ো এক ইনিংস উপহার দেন ডেওয়াল্ড ব্রেভিস। ফলে ২৫ বল হাতে রেখে ১৪২ রান তাড়া করে প্রোটিয়ারা।
৯ ঘণ্টা আগেগত বছরের সেপ্টেম্বরে ভারত সফরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক পালাবদলের আগে দেশ ছেড়েছিলেন, তারপর আর দেশে ফেরা হয়নি তাঁর। তারকা অলরাউন্ডারের বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনাও সেভাবে দেখা মিলছে না। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সাকিবের ফেরার ইস্যু আমিনুল ইসলাম বুলবুল
১০ ঘণ্টা আগেভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুবমান গিল আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন মাত্র পাঁচ বছর আগে। বয়সেও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের চেয়ে পাঁচ বছরের ছোট। কিন্তু এই অল্প সময়েই গিল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, ব্যক্তিগত নৈপুণ্যে দলকে জেতাচ্ছেনও।
১১ ঘণ্টা আগে