Ajker Patrika

ইতিহাস গড়ে মেসির অন্য রকম সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    
গোলের পর লিওনেল মেসির উদ্‌যাপন। ছবি: এএফপি
গোলের পর লিওনেল মেসির উদ্‌যাপন। ছবি: এএফপি

বয়সটাকে শুধু সংখ্যা বানিয়ে ৩৮ বছর বয়সেও ছুটে চলেছেন সেই তারুণ্যের বেগে। যেন থামার নাম নেই! লিওনেল মেসি আবারও ইতিহাস গড়লেন। মেজর লিগ সকারে (এমএলএস) টানা চার ম্যাচে জোড়া গোল করে অনন্য এক রেকর্ডের মালিক হলেন আর্জেন্টাইন মহাতারকা। এমএলএসে টানা চার ম্যাচে জোড়া গোলের রেকর্ড আর কারও নেই। সব মিলিয়ে গোল করেছেন টানা পাঁচ ম্যাচে।

একই সঙ্গে নিজের ক্যারিয়ারের এক অসাধারণ ব্যক্তিগত অর্জনও ছুঁয়েছেন মেসি। ওপেন প্লে বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন ফুটবল জাদুকর করেছেন নিজের ক্যারিয়ারের ১০০ তম গোল। গত রাতে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে ২-১ গোলের জয়ে দলের দুটি গোলই করেছেন মেসি। এই ম্যাচ দিয়েই এমএলএসে টানা চারটি লিগ ম্যাচে একাধিক গোল করার প্রথম খেলোয়াড় হয়ে গেলেন তিনি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে একটি গোল করার পর শুরু হয় মেসির রেকর্ডের যাত্রা। তারপর মন্ট্রিয়ালের বিপক্ষে ২ গোল ও ১ অ্যাসিস্ট, ক্লাব বিশ্বকাপের আগে কলম্বাসের বিপক্ষে ২ গোল ও ২ অ্যাসিস্ট। ক্লাব বিশ্বকাপ শেষে আবার মন্ট্রিয়ালের বিপক্ষে ২ গোল ও ১ অ্যাসিস্ট এবং সবশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২ গোল।

এই পাঁচ ম্যাচে মেসির পরিসংখ্যান ৯ গোল ও ৪ অ্যাসিস্ট। নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ দূরপাল্লার শট—যা তাঁকে এনে দিয়েছে আরও একটি ব্যক্তিগত মাইলফলক। এটি ছিল ওপেন প্লে থেকে বক্সের বাইরে থেকে করা তাঁর ক্যারিয়ারের ১০০ তম গোল।

এই ‘লং রেঞ্জ মাস্টার’ তালিকায় মেসির অবস্থান এখন একেবারে চূড়ায়। তাঁর আশপাশেও নেই আর কেউ। ৭০ গোল করে দুই নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদি ফ্রি কিক গোলসহ ধরা হয়, তবে বক্সের বাইরে থেকে মেসির গোল সংখ্যা ১৬৮।

৫৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে মায়ামির ১৩টি শটের ৩টি ছিল লক্ষ্যে, যার ২টিই সফল। ২৭ মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। স্বাগতিকদের এক খেলোয়াড়ের হেড থেকে বক্সে বল পেয়ে হাফ ভলিতে গোলটি করেন তিনি। ৩৮ মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড। এমএলএসে ১৫ ম্যাচে ১৪ গোল ও ১২ অ্যাসিস্ট মেসির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত