ক্রীড়া ডেস্ক
সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও নেইমারের কাছে ম্যাচটা বিশেষ কিছু। চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১ মাস পর ফিরলেন মাঠে। ফেরার ম্যাচেই তিনি জ্বলে উঠেছেন। নেইমারের আলো ছড়ানোর ম্যাচে সান্তোস পেয়েছে ৩-১ গোলের জয়।
সান্তোসের জার্সিতেই ১ জুন নেইমার নামলেও সেই ম্যাচে বোতাফোগোর কাছে ২-১ গোলে হেরেছিল তাঁর (নেইমার) দল। এরপর চোট ও নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হয়নি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। অবশেষে ৪০ দিন পর তিনি নামলেন মাঠে। বাংলাদেশ সময় আজ ভোরে দেসপোর্তিভা ফেরোভেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমার গোল করেছেন। তেমনি অ্যাসিস্টও করেছেন।
কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে আজ শুরু থেকে খেলেন নেইমার। প্রতিপক্ষ ফুটবলাররা বারবার তাঁকে ট্যাকল করেন। তবে এসব ট্যাকলে তিনি দমে যাননি। ২০ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটা করেন নেইমার। সান্তোসে পুনরায় যোগ দেওয়ার পর এটা তাঁর চতুর্থ গোল। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে দলের আরও এক গোলে নাম উঠে যায় নেইমারের। ৩১ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন গুইলার্মে।
প্রথমার্ধ শেষে বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেইমার। সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচটি গুরুত্ব সহকারে দেখছেন। নেইমার বলেন, ‘এ ধরনের প্রীতি ম্যাচ খেলার অর্থ হচ্ছে ছন্দে ফেরা। কিছুদিন আমরা ম্যাচের খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে পুনরায় শুরু করতে এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক ভালো অনুভব করছি আমি।’
1T/19': NEYMAR JR COBRA PÊNALTI COM MUITA TRANQUILIDADE E ABRE O PLACAR! ⚽️#DESxSAN | 0x1 pic.twitter.com/bsFjLyjO4k
— Santos FC (@SantosFC) July 10, 2025
নেইমারের ফেরার ম্যাচে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র। ১৭ বছর বয়সী রবিনিও জুনিয়র বাবার ৭ নম্বর জার্সি পরে করেছেন গোল। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। দর্শকেরা বারবার মাঠে ঢুকে পড়ায় বারবার ম্যাচ বিলম্বিত হয়েছে।
২০২৩ সালের আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আল হিলালে গিয়েছিলেন নেইমার। তবে চোটসহ নানা কারণে আল হিলালের হয়ে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। দুই বছরের চুক্তি ফুরোনোর আগেই এ বছরের জানুয়ারিতে চুক্তি বাতিল করে আল হিলাল। জানুয়ারির শেষ সপ্তাহে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলে তাঁকে রাজকীয় বরণ করা হয়। নেইমারের সঙ্গে প্রথমে ব্রাজিলিয়ান ক্লাবের চুক্তি হয়েছিল ছয় মাসের। পরবর্তীতে জুন মাসে চুক্তিটা বাড়ানো হয়। তখন জানা যায়, এ বছরের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থাকছেন সান্তোসে।
সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও নেইমারের কাছে ম্যাচটা বিশেষ কিছু। চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১ মাস পর ফিরলেন মাঠে। ফেরার ম্যাচেই তিনি জ্বলে উঠেছেন। নেইমারের আলো ছড়ানোর ম্যাচে সান্তোস পেয়েছে ৩-১ গোলের জয়।
সান্তোসের জার্সিতেই ১ জুন নেইমার নামলেও সেই ম্যাচে বোতাফোগোর কাছে ২-১ গোলে হেরেছিল তাঁর (নেইমার) দল। এরপর চোট ও নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হয়নি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। অবশেষে ৪০ দিন পর তিনি নামলেন মাঠে। বাংলাদেশ সময় আজ ভোরে দেসপোর্তিভা ফেরোভেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমার গোল করেছেন। তেমনি অ্যাসিস্টও করেছেন।
কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে আজ শুরু থেকে খেলেন নেইমার। প্রতিপক্ষ ফুটবলাররা বারবার তাঁকে ট্যাকল করেন। তবে এসব ট্যাকলে তিনি দমে যাননি। ২০ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটা করেন নেইমার। সান্তোসে পুনরায় যোগ দেওয়ার পর এটা তাঁর চতুর্থ গোল। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে দলের আরও এক গোলে নাম উঠে যায় নেইমারের। ৩১ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন গুইলার্মে।
প্রথমার্ধ শেষে বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেইমার। সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচটি গুরুত্ব সহকারে দেখছেন। নেইমার বলেন, ‘এ ধরনের প্রীতি ম্যাচ খেলার অর্থ হচ্ছে ছন্দে ফেরা। কিছুদিন আমরা ম্যাচের খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে পুনরায় শুরু করতে এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক ভালো অনুভব করছি আমি।’
1T/19': NEYMAR JR COBRA PÊNALTI COM MUITA TRANQUILIDADE E ABRE O PLACAR! ⚽️#DESxSAN | 0x1 pic.twitter.com/bsFjLyjO4k
— Santos FC (@SantosFC) July 10, 2025
নেইমারের ফেরার ম্যাচে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র। ১৭ বছর বয়সী রবিনিও জুনিয়র বাবার ৭ নম্বর জার্সি পরে করেছেন গোল। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। দর্শকেরা বারবার মাঠে ঢুকে পড়ায় বারবার ম্যাচ বিলম্বিত হয়েছে।
২০২৩ সালের আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আল হিলালে গিয়েছিলেন নেইমার। তবে চোটসহ নানা কারণে আল হিলালের হয়ে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। দুই বছরের চুক্তি ফুরোনোর আগেই এ বছরের জানুয়ারিতে চুক্তি বাতিল করে আল হিলাল। জানুয়ারির শেষ সপ্তাহে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলে তাঁকে রাজকীয় বরণ করা হয়। নেইমারের সঙ্গে প্রথমে ব্রাজিলিয়ান ক্লাবের চুক্তি হয়েছিল ছয় মাসের। পরবর্তীতে জুন মাসে চুক্তিটা বাড়ানো হয়। তখন জানা যায়, এ বছরের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থাকছেন সান্তোসে।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
১ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
২ ঘণ্টা আগে২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত চারটি ভেন্যুতে মোট ৯টি প্রস্তুতি ম্যাচ হবে। ম্যাচগুলো খেলবে মোট ৮টি দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। নিগার সুলতানা জ্যোতিরা দুটি ম্যাচই খেলবেন কলম্বোয়।
৩ ঘণ্টা আগেবেশ ঘটা করে ১৮ তম জন্মদিন পাল করলেন লামিন ইয়ামাল। বিশেষ দিন উদ্যাপনের রেশ এখনো কাটেনি, এর মধ্যেই বিতর্কেরমুখের স্পেনের এই তরুণ ফুটবলার। জন্মদিন উদ্যাপনে বামন আকৃতির মানুষদের পারফরমার হিসেবে ভাড়া করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্পেনের সামাজিক অধিকার
৪ ঘণ্টা আগে