ক্রীড়া ডেস্ক
সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও নেইমারের কাছে ম্যাচটা বিশেষ কিছু। চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১ মাস পর ফিরলেন মাঠে। ফেরার ম্যাচেই তিনি জ্বলে উঠেছেন। নেইমারের আলো ছড়ানোর ম্যাচে সান্তোস পেয়েছে ৩-১ গোলের জয়।
সান্তোসের জার্সিতেই ১ জুন নেইমার নামলেও সেই ম্যাচে বোতাফোগোর কাছে ২-১ গোলে হেরেছিল তাঁর (নেইমার) দল। এরপর চোট ও নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হয়নি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। অবশেষে ৪০ দিন পর তিনি নামলেন মাঠে। বাংলাদেশ সময় আজ ভোরে দেসপোর্তিভা ফেরোভেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমার গোল করেছেন। তেমনি অ্যাসিস্টও করেছেন।
কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে আজ শুরু থেকে খেলেন নেইমার। প্রতিপক্ষ ফুটবলাররা বারবার তাঁকে ট্যাকল করেন। তবে এসব ট্যাকলে তিনি দমে যাননি। ২০ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটা করেন নেইমার। সান্তোসে পুনরায় যোগ দেওয়ার পর এটা তাঁর চতুর্থ গোল। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে দলের আরও এক গোলে নাম উঠে যায় নেইমারের। ৩১ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন গুইলার্মে।
প্রথমার্ধ শেষে বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেইমার। সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচটি গুরুত্ব সহকারে দেখছেন। নেইমার বলেন, ‘এ ধরনের প্রীতি ম্যাচ খেলার অর্থ হচ্ছে ছন্দে ফেরা। কিছুদিন আমরা ম্যাচের খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে পুনরায় শুরু করতে এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক ভালো অনুভব করছি আমি।’
1T/19': NEYMAR JR COBRA PÊNALTI COM MUITA TRANQUILIDADE E ABRE O PLACAR! ⚽️#DESxSAN | 0x1 pic.twitter.com/bsFjLyjO4k
— Santos FC (@SantosFC) July 10, 2025
নেইমারের ফেরার ম্যাচে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র। ১৭ বছর বয়সী রবিনিও জুনিয়র বাবার ৭ নম্বর জার্সি পরে করেছেন গোল। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। দর্শকেরা বারবার মাঠে ঢুকে পড়ায় বারবার ম্যাচ বিলম্বিত হয়েছে।
২০২৩ সালের আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আল হিলালে গিয়েছিলেন নেইমার। তবে চোটসহ নানা কারণে আল হিলালের হয়ে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। দুই বছরের চুক্তি ফুরোনোর আগেই এ বছরের জানুয়ারিতে চুক্তি বাতিল করে আল হিলাল। জানুয়ারির শেষ সপ্তাহে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলে তাঁকে রাজকীয় বরণ করা হয়। নেইমারের সঙ্গে প্রথমে ব্রাজিলিয়ান ক্লাবের চুক্তি হয়েছিল ছয় মাসের। পরবর্তীতে জুন মাসে চুক্তিটা বাড়ানো হয়। তখন জানা যায়, এ বছরের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থাকছেন সান্তোসে।
সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও নেইমারের কাছে ম্যাচটা বিশেষ কিছু। চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১ মাস পর ফিরলেন মাঠে। ফেরার ম্যাচেই তিনি জ্বলে উঠেছেন। নেইমারের আলো ছড়ানোর ম্যাচে সান্তোস পেয়েছে ৩-১ গোলের জয়।
সান্তোসের জার্সিতেই ১ জুন নেইমার নামলেও সেই ম্যাচে বোতাফোগোর কাছে ২-১ গোলে হেরেছিল তাঁর (নেইমার) দল। এরপর চোট ও নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হয়নি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। অবশেষে ৪০ দিন পর তিনি নামলেন মাঠে। বাংলাদেশ সময় আজ ভোরে দেসপোর্তিভা ফেরোভেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমার গোল করেছেন। তেমনি অ্যাসিস্টও করেছেন।
কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে আজ শুরু থেকে খেলেন নেইমার। প্রতিপক্ষ ফুটবলাররা বারবার তাঁকে ট্যাকল করেন। তবে এসব ট্যাকলে তিনি দমে যাননি। ২০ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটা করেন নেইমার। সান্তোসে পুনরায় যোগ দেওয়ার পর এটা তাঁর চতুর্থ গোল। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে দলের আরও এক গোলে নাম উঠে যায় নেইমারের। ৩১ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন গুইলার্মে।
প্রথমার্ধ শেষে বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেইমার। সান্তোস-দেসপোর্তিভা ফেরোভেরিয়া ম্যাচটা প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচটি গুরুত্ব সহকারে দেখছেন। নেইমার বলেন, ‘এ ধরনের প্রীতি ম্যাচ খেলার অর্থ হচ্ছে ছন্দে ফেরা। কিছুদিন আমরা ম্যাচের খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে পুনরায় শুরু করতে এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক ভালো অনুভব করছি আমি।’
1T/19': NEYMAR JR COBRA PÊNALTI COM MUITA TRANQUILIDADE E ABRE O PLACAR! ⚽️#DESxSAN | 0x1 pic.twitter.com/bsFjLyjO4k
— Santos FC (@SantosFC) July 10, 2025
নেইমারের ফেরার ম্যাচে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল পেলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র। ১৭ বছর বয়সী রবিনিও জুনিয়র বাবার ৭ নম্বর জার্সি পরে করেছেন গোল। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। দর্শকেরা বারবার মাঠে ঢুকে পড়ায় বারবার ম্যাচ বিলম্বিত হয়েছে।
২০২৩ সালের আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আল হিলালে গিয়েছিলেন নেইমার। তবে চোটসহ নানা কারণে আল হিলালের হয়ে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। দুই বছরের চুক্তি ফুরোনোর আগেই এ বছরের জানুয়ারিতে চুক্তি বাতিল করে আল হিলাল। জানুয়ারির শেষ সপ্তাহে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলে তাঁকে রাজকীয় বরণ করা হয়। নেইমারের সঙ্গে প্রথমে ব্রাজিলিয়ান ক্লাবের চুক্তি হয়েছিল ছয় মাসের। পরবর্তীতে জুন মাসে চুক্তিটা বাড়ানো হয়। তখন জানা যায়, এ বছরের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থাকছেন সান্তোসে।
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
৭ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
২৯ মিনিট আগেআজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
২ ঘণ্টা আগেরেফারির ওপর ফুটবলারদের ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনা এখন নতুন কিছু নয়। কোনো কারণে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে খেলোয়াড়েরা কড়া ভাষায় ম্যাচ কর্মকর্তাদের সমালোচনা করেন। আর্জেন্টিনা-ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘটেছে এমনই এক ঘটনা। তাতে আর্জেন্টাইন ফুটবলাররা ক্ষুব্ধ।
৩ ঘণ্টা আগে