Ajker Patrika

রিয়ালের জালে এক হালি দিয়ে ফাইনালে পিএসজি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৩: ২৯
ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি। ছবি: এএফপি
ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি। ছবি: এএফপি

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রীতিমতো দাপট দেখিয়ে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পিএসজি। ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ফরাসি জায়ান্টরা। আগামী রোববার ফাইনালে চেলসির মুখোমুখি হবে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চাপে রেখেছিল পিএসজি। ২৪ মিনিটের মধ্যে ৩ গোল স্প্যানিশদের জালে। দ্বিতীয়ার্ধে খেলায় একটু উন্নতি করলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জই জানাতে পারল না তারা। জোড়া গোল করেছেন ফাবিয়ান রুইজ, একটি করে গোল করেছেন উসমান দেম্বেলে ও গনসালো রামোস।

ষষ্ঠ মিনিটেই ওসমানে দেম্বেলে ডান প্রান্ত থেকে দুর্দান্ত পাসে রুইজ এগিয়ে নেন পিএসজিকে। নিজেদের পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি রিয়ালের সেন্টার-ব্যাক রাউল অ্যাসেনসিও। বল কেড়ে নিয়ে এগিয়ে যান দেম্বেল। ছুটে গিয়ে তাঁকে কড়া ট্যাকল করে বসেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। বলের নাগাল পাননি বেলজিয়ান গোলরক্ষক, সেটি পেয়ে যান রুইজ। অরক্ষিত স্প্যানিশ মিডফিল্ডার অনায়াসে খুঁজে নেন ফাঁকা জাল।

প্রথম ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরেক সেন্টার ব্যাক আন্তেনিও রুদিগারের ভুলে আরও পিছিয়ে পড়ে রিয়াল। নিজেদের অর্ধে বল পেয়ে শট নিতে পারেননি জার্মান ডিফেন্ডার। পেছন থেকে ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণ নিয়ে আড়াআড়ি শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। একটি অ্যাসিস্টের পর দেম্বেলে করেছেন একটি গোল।

২৪ মিনিটে রুইজের দ্বিতীয় গোলে ম্যাচ থেকেই এক রকম ছিটকে যায় রিয়াল। পেনাল্টি স্পটের কাছে আশরাফ হাকিমির চমৎকার পাস পেয়ে, ফেদে ভালভের্দের চ্যালেঞ্জ এড়িয়ে দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ তারকা।

৮৭ মিনিটে ব্যবধান আরও বাড়ান ম্যাচের একদম শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা রামোস। খুব কাছ থেকে গতিময় শটে জাল খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। গোল উদ্যাপনে তিনি স্মরণ করেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো জাতীয় দলের সতীর্থ দিয়োগো জোতাকে। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে উঠলেও গোলের মুখ দেখেনি লস ব্লাঙ্কোসরা।

দলের নিয়মিত ডিফেন্ডারদের অনুপস্থিতি রিয়ালকে শাস্তি দিয়েছে পুরো ম্যাচজুড়েই। মিডফিল্ডে ছন্দ খুঁজে না পাওয়া, বল হারানোর প্রবণতা। কোচ জাবি আলোনসোর জন্য এটি ছিল একটি হতাশাজনক রাত, ‘আমরা নতুন এক পথচলার দিকেই যাচ্ছি। এই হার আমাদের চোখ খুলে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত